আপনি সাধারন ক্যামেরায় ছবি উঠাবেন দুটি। অবশ্য খুব সাবধানে কাজটি করতে হবে, কারন এক ছবির অবস্থান থেকে আরেক অবস্থানের জন্য ক্যামেরার দুরত্ব হবে প্রায় ৩ ইঞ্চি। এরপর ছবিদুটি পাঠিয়ে দেবেন ওয়েবসাইটে Start3D.com। তারা একে থ্রিডিতে পরিনত করে দেবে। এই ছবি যে কোন কম্পিউটারে থ্রিডি হিসেবে দেখা যাবে।
পদ্ধতিটি আবিস্কার করেছে কলিন ডেভিডসন। তার সম্পর্কে যদি তেমন জানা না থাকে তাহলে জেনে নিন, তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ভিশনে ডক্টরেট করেছেন, স্পেশাল ইফেক্ট এর জন্য অস্কার পেয়েছেন। পাইরেটস অব দি ক্যারিবিয়ান এর মত অনেকগুলি জনপ্রিয় ছবিতে কাজ করেছেন।
কলিনের মতে ষ্টার্ট থ্রিডি খুব দ্রুতই ফ্লিকারের মত জনপ্রিয় সাইটে পরিনত হবে।
No comments:
Post a Comment