বর্তমানে এন্ড্রয়েড অপারেটিং সিষ্টেমের এইচটিসি টাট্টু এর দাম সবচেয়ে কম। এর দাম ৩০০ ডলার। এন্ড্রয়েডভিত্তিক গিগাবাইটের জি-স্মার্ট এর দাম রাশিয়ার ৯০০০ রুবল, যা এর থেকেও কম। ঘটনাক্রমে এইচটিসি টাট্টু এবং জি-স্মার্ট এর বিবরন প্রায় একই। দুটিতেই ৫২৮ মেগার্টজ প্রসেসর, ২৫৬ মেগাবাইট র্যাম, ৫১২ মেগাবাইট রম, ২.৮ ইঞ্চি স্ক্রিন, ওয়াই-ফাই, ব্লুটুথ, মাইক্রোএসডি কার্ড এবং ৩.৫ মিমি অডিও জ্যাক রয়েছে।
টাট্টু একটি বিষয়ে এগিয়ে রয়েছে। সেটা হচ্ছে এতে কোয়াড ব্যান্ড জিএসএম/এজ এবং টু ব্যান্ড থ্রিজি রয়েছে। এতে ৩ মেগাপিক্সেল ক্যামেরাও রয়েছে। অন্যদিকে জি-স্মার্ট ফোনে রয়েছে টু-ব্যান্ড জিএসএম/এজ এবং ২ মেগাপিক্সেল ক্যামেরা।
ফেব্রুয়ারীতে এই ফোন বাজারে পাওয়া যাবে। এর দাম ৩০০ ডলারের কম বলে উল্লেখ করলেও কত কম সেটা জানা যায়নি।
No comments:
Post a Comment