গুগল, প্রেস ফ্রিডম ওয়াচডগ এবং অন্যান্য টেলিকম সংস্থা এই খসড়ার পরিবর্তনের আহ্বান জানিয়েছে। তাদের বক্তব্য এর মাধ্যমে মত প্রকাশের স্বাধিনতার ওপর হস্তক্ষেপ করা হবে। এছাড়া কোন ব্যক্তি এককভাবে ইন্টারনেটে কি দেখাচ্ছে সেটা বের করাও সম্ভব হবে না। রিপোর্টার্স উইথআউট বর্ডার এক বিবৃতিতে বলেছে এটা আইনে পরিনত হলে ইতালীতে কাজ করার জন্য কোন ওয়েবসাইটকে লাইসেন্স নিতে হবে। তাদের মতে এটা ইতালীতে মত প্রকাশে বাধার নতুন সংযোজন।
৩৪ পৃষ্ঠার এই খসড়ায় উল্লেখ করা হয়েছে শিশুদের জন্য ক্ষতিকর কিছু ইন্টারনেটে প্রচার করলে ২১০ ডলার থেকে ২১০৯৬০ ডলার (১৫০ ইউরো থেকে ১৫০০০০ ইউরো) পর্যন্ত জরিমানা করা যাবে।
No comments:
Post a Comment