পি-৮৮ নামের আইপ্যাডের মত এই যন্ত্রটি বাজারে আসে গতবছর আগষ্টে। গতবছর বার্লিনে কনজুমার ইলেকট্রনিক্স ফেয়ারে অংশ নেয়।
আইপ্যাডের চেয়ে কিছুটা বেশি পুরু এবং বেশি ওজনের পি-৮৮ এর স্ক্রীন আরো বড়, প্রসেসর আরো শক্তিশালী, মেমোরী বেশি। এছাড়া এতে ইউএসবি পোর্ট রয়েছে যা আইপ্যাডে নেই। তবে এর ব্যাটারী মাত্র ১.৫ ঘন্টা চলে যেখানে আইপ্যাড চলে ১০ ঘন্টা।
আইপ্যাডের সবচেয়ে কমদামী ভার্শনের দাম ৪৯৯ ডলার, পাওয়া যাবে আরো দুমাস পর। আপনি যদি ততদিন ধৈর্য্য ধরতে না চান তাহলে খবর, পি-৮৮ এখনই কিনতে পাওয়া যায়।
পি-৮৮ এ রয়েছে ১.৬৬ গিগাহার্টজ প্রসেসর, ২ গিগাবাইট র্যাম, ১০.২ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে, ১৬০/২৫০ গিগাবাইট হার্ডডিস্ক, হাই ডেফিনিশন অডিও, ৩টি ইউএসবি, হেডফোন-মাইক্রোফোন-জ্যাক, আরজে ৪৫ ল্যান, ১.৩ মেগাপিক্সেল ওয়েবক্যাম, ওয়াইফাই এবং অপশনাল থ্রিজি।
পি-৮৮ এ রয়েছে ১.৬৬ গিগাহার্টজ প্রসেসর, ২ গিগাবাইট র্যাম, ১০.২ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে, ১৬০/২৫০ গিগাবাইট হার্ডডিস্ক, হাই ডেফিনিশন অডিও, ৩টি ইউএসবি, হেডফোন-মাইক্রোফোন-জ্যাক, আরজে ৪৫ ল্যান, ১.৩ মেগাপিক্সেল ওয়েবক্যাম, ওয়াইফাই এবং অপশনাল থ্রিজি।
No comments:
Post a Comment