শীর্ষস্থানীয় ক্যামেরা নির্মাতা ক্যানন নতুন এক প্রতিযোগিতার ঘোষনা দিয়েছে। এর নাম ষ্টোরি বিয়ন্ড দি ষ্টিল। একটি ষ্টিল ছবি উঠাবেন এবং তার পেছনের বিষয় উল্লেখ করে ভিডিও তৈরী করবেন। পুরস্কার হিসেবে পেতে পারেন তাদের সেরা ক্যামেরা ৭ডি কিংবা ৫ডি মার্ক টু।প্রতিযোগিতার আয়োজক হিসেবে ক্যাননের সাথে রয়েছে অনলাইন ভিডিও শেয়ারিং সাইট Vimeo। প্রতিযোগিতার উদ্দেশ্য, ডিজিটাল এসএলআর ব্যবহার করে হাই-ডেফিনিশন ভিডিও করার বিষয়টিকে সামনে আনা। কাজেই ফটোগ্রাফার এবং ফিল্মমেকার দুজনেরই সুযোগ রয়েছে যোগ্যতার প্রমান দেবার। যে বিষয়গুলিকে গুরুত্ব দেয়া হবে তা হচ্ছে;
- শুরুর এবং শেষের ষ্টিল ছবির গুরুত্ব
- চলচ্চিত্রায়ন
- গল্পের ধারা
No comments:
Post a Comment