এটিআই রেডঅন এইচডি-৫৬৭০ মাইক্রোসফট ডিরেক্ট-এক্স ১১ সাপোর্ট করবে। এতে জিডিডিআর৫ মেমোরী ব্যবহার করা হয়েছে, আইফিনিটি মাল্টিডিসপ্লে প্রযুক্তি রয়েছে। দাম ১০০ ডলারের কম।এএমডি কদিন আগে জানিয়েছে তারা ২০ লক্ষের বেশি ডিরেক্ট-এক্স সাপোর্টেড কার্ড বিক্রি করেছে। গেমনির্মাতারা ডিরেক্ট-এক্স ১১ ব্যবহার করে গেম তৈরী করছেন একারনেও সন্তুষ্টি প্রকাশ করা হয়েছে। অন্যদিকে তাদের প্রধান প্রাতদ্বন্দি এনভিডিয়ার তরফ থেকে ডিরেক্ট-এক্স ১১ বিষয়ে কোন উল্লেখযোগ্য সাড়া পাওয়া যায়নি।
এইচডি-৫৬৭০ কার্ডের কোর স্পিড ৭৭৫ মেগাহার্টজ। এতে ১ গিগাহার্টজ জিডিডিআর৫ মেমোরী ব্যবহার করা হয়েছে। এর বিদ্যুত খরচ অত্যন্ত কম এবং এজন্য পৃথক কোন কানেক্টর  ব্যবহার করতে হবে না। পুরোশক্তি ব্যবহারের সময় এতে ৬৪ ওয়াট বিদ্যুত ব্যবহৃত হবে।
এর কর্মক্ষমতা ৬২০ গিগাফ্লপস বলে এটিআই জানিয়েছে।  এই পরিমান এনভিডিয়া জিটি২৪০ ৫১২ মেগাবাইটের কার্ডের তুলনায় ২০ শতাংশ বেশি। দামও এই কার্ডের থেকে ২০ ডলার বেশি এবং সেটা ডিরেক্ট-এক্স ১১ ব্যবহার করে না।
No comments:
Post a Comment