এতদিন পর্যন্ত গ্রাহক একেবারে প্রাথমিক পর্যায়ের ম্যাপ বিনামুল্যে ব্যবহারের সুযোগ পেতেন। এর অতিরিক্ত সুবিধা ব্যবহারের জন্য টাকা দিতে হত। এখন নোকিয়া ঘোষানার মাধ্যমে সেই ব্যবস্থা পরিবর্তন করল। আপাতত ১০টি সেটে এই সুবিধা পাওয়া যাবে যার মধ্যে অত্যন্ত জনপ্রিয় এন-৯৭ মিনি, ৫৮০০ এক্সপ্রেস মিউজিক, ই-৭২ ইত্যাদি রয়েছে। আগামীতে যে কোন জিপিএস সেটে এটা ব্যবহার করা যাবে।
নেভিগেশন ডিভাইস হিসেবে গারমিন, টমটম ইত্যাদি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। বর্তমানে মোবাইল ফোনে এই সুবিধা থাকায় পৃথক যন্ত্র ব্যবহারের চেয়ে এদিকেই মানুষ ঝুকছে।
গত দুবছরে অন্যদের কাছে নোকিয়ার বাজার কমলেও এখনও মোবাইল ফোন বিক্রেতা হিসেবে শীর্ষস্থান তাদেরই দখলে।
No comments:
Post a Comment