এই অবস্থার পরিবর্তন হতে যাচ্ছে দ্রুতই। স্যামসাং তাদের থ্রিডি ক্যামেরার প্রোটোটাইপ দেখিয়েছে। কাজেই অল্পকিছুদিনের মধ্যেই তাদের থ্রিডি ক্যামেরার ঘোষনা আসছে।
স্যামসাং দেখিয়েছে তাদের ক্যামেরা ব্যবহার করে যে কেউ নিজেই থ্রিডি ছবি কিংবা ভিডিও করতে পারবে। আর একথা নিশ্চিত যে অবতারের সাফল্যের পর থ্রিডি ভিডিওর চাহিদা বাড়বে।
স্যামসাং এর ক্যামেরাটি ১২ মেগাপিক্সেল। থ্রিডি ক্যামেরা বৈশিষ্ট অনুযায়ী এতে দুটি লেন্স রয়েছে। এবছর পিএমএ হয়ত তাদের ক্যামেরার জন্য খুব কম সময় হয়ে যায়, তবে ফটোকিনা-য় একে দেখা যেতে পারে।
No comments:
Post a Comment