সাধারন মানুষের সাধারন জ্ঞান নিয়ে মজার ঘটনার অভাব নেই। কিন্তু সেটা কোন পর্যায়ে যেতে পারে ? উন্নত দেশে ? বৃটেনে সাম্প্রতিক এক জরিপ এ প্রশ্নকেই সামনে এনেছে। শতকরা ২০ জন বৃটিশ মনে করে ষ্টিভ জবস একজন ফুটবলারের নাম, শতকরা ১০ জন মনে করেন তিনি একজন শ্রমিক নেতা, শতকরা ৫ জন মনে করেন বিল গেটস একজন বিখ্যাত ট্রেন ডাকাত। জরিপ করেছে লুইস পিআর নামে এক কোম্পানী।
মনে হতে পারে একই নামের কারো সাথে তাদের নামের গড়মিল হয়ে গেছে। আসলে বিষয়টা তত কাছের না। ৬০ দশনের বিখ্যাত ট্রেন ডাকাত দলের একজনের নাম রনি বিগস। এটাই বিল গেটসের নামের কাছাকাছি। আর ষ্টিভ জবসের নামের কাছাকাছি নামে কোন ফুটবলার নেই। অবশ্য জবস নাম থেকে শ্রমের বিষয় ধরে নিয়ে শ্রমিক নেতা হতেই পারেন।
No comments:
Post a Comment