মাইক্রোসফট জানিয়েছে তারা এপর্যন্ত ৬ কোটি কপি উইন্ডোজ ৭ বিক্রি করেছে। । প্রযুক্তিবিদদের মতে এটা তাদের আগের ভিসতার চেয়ে অনেক উন্নত। ভিসতার সমস্যা থেকে মাইক্রোসফট শিক্ষা নিয়েছে এবং হার্ডঅয়্যার ও সফটঅয়্যার নির্মাতাদের সাথে থেকে কাজ করেছে। উইন্ডোজ ৭ রিলিজের আগে মাইক্রোসফট প্রধান ষ্টিভ বালমার যেমনটা বলেছিলন ঠিক তেমনটাই বিক্রি হয়েছে উইন্ডোজ ৭। প্রথম ৩ মাসে ৫০ কোটি ডলারের।
বিশ্বের সমস্ত কম্পিউটারের ৯০ ভাগ মাইক্রোসফটের উইন্ডোজ ব্যবহার করে। এছাড়া তাদের সার্চ ইঞ্জিন বিং এর ব্যবহারও বেড়েছে গত ৩ মাসে। ইয়াহুর সাথে তারা ১০ বছরের জন্য একসাথে কাজ করার চুক্তি করে গত জুলাইয়ে। ইন্টারনেটে সার্চ ইঞ্জিন এবং বিজ্ঞাপনকে তারা পরবর্তী লক্ষ্য করে সামনে যাওয়ার চেষ্টা করছে।
No comments:
Post a Comment