স্যামসাং দুটি নতুন সুপারজুম ক্যামেরার কথা জানিয়েছে। পুরোপুরি বর্ননা জানা না গেলেও যা জানা গেছে তাতে HZ35W এবং HZ30W দুটি ক্যামেরার মধ্যে HZ35W মডেলে এলইডি ডিসপ্লের বদলে এমোলেড ৩ ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। দুটি ক্যামেরাতেই ১২ মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করা হয়েছে দেখতে মোটামুটি একই রকম। ১৫ এক্স অপটিক্যাল জুমের এই ক্যামেরাগুলিতে ২৪মিমি থেকে ৩৬০ মিমি ফোকাল লেন্থ ব্যবহার করা যাবে। দুটিতেই ইমেজ ষ্ট্যাবিলাইজেশনের ব্যবস্থা রয়েছে।
HZ35W মডেলে জিপিএস রয়েছে। দুটি ক্যামেরাতেই স্নাইডার-ক্রুজনাচ লেন্স ব্যবহার করা হয়েছে। দুটিতেই হাই-ডেফিনিশন কানেকটিভিটি রয়েছে। এদের দাম জানানো হয়নি। আগামী মার্চ থেকে এগুলি বাজারে পাওয়া যাবে।
No comments:
Post a Comment