MSI Wind U130 এবং Wind U135 দুটি মডেলেই ইন্টেলের Atom N450 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই প্রসেসর কোর আই৩/আই৫ এর মত একই চিপের মধ্যে গ্রাফিক্স এবং মেমোরী কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে। এরফলে সাধারন থেকে ১০ থেকে ১৫ ভাগ বিদ্যুত সাশ্রয়ী। তবে GMA 3150 graphics চিপ শুধুমাত্র এমপেগ ২ ডিকোড করতে পারে। কাজেই ডিভিডি ভিডিও দেখতে সমস্যা নেই। হাই ডেফিনিশন ভিডিও দেখার জন্য খুব সুবিধেজনক হবে না।
অন্যান্যদের মধ্যে রয়েছে ১০ ইঞ্চি ডিসপ্লে, ১০২৪/৬০০ রেজ্যুলৃশন, ২ াগগাবাইট পর্যন্ত ডিডিআর২ র্যাম (১ গিগাবাইট ইনষ্টল করা), ১৬০/২৫০ গিগাবাইট হার্ডডিস্ক, ৩টি ইউএসবি পোর্ট, ১টি ভিজিএ পোর্ট, ১টি ইথারনেট পোর্ট।, ১.৩ মেগাপিক্সেল ওয়েবক্যাম এবং ষ্টেরিও স্পিকার। এরসাথে উইন্ডোজ ৭ ষ্টার্টার দেয়া হবে।
দুটি মডেলেই বিল্টইন ওয়াইফাই রয়েছে। ইচ্ছে করলে ওয়াইম্যাক্সও নেয়া যায়। এরসাথে ৩ সেল ব্যাটারী দেযা হয়, ইচ্ছে করলে ৬ সেল ব্যাটারীও নেয়া যায়।
মডেলদুটির দাম ৩১০ এবং ২৯০ ডলার।
No comments:
Post a Comment