এসোসিয়েট প্রেস খবর দিয়েছে, একজন ১৯৮৮ মডেলের একটি ডজ ডুরাঙ্গো গাড়ি চুরি করে। পুলিশ একটি বাড়ির সামনে সেই গাড়ি থামানো অবস্থায় পায়। বাড়ির ভেতর থেকে ৩০ বছর বয়সি মাইকেল রে কে পুলিশ গ্রেপ্তার করে। সে তখন ভেতরে বসে গ্রান্ড থেফট অটো গেম খেলছিল।
বিষয়টি হাস্যকর মনে হতে পারে কিন্তু এর পেছনের বাস্তবতা অনুধাবন করলে অনেক প্রশ্ন সামনে চলে আসে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গেমগুলির একটি গ্রান্ড থেফট অটো-তে গাড়ি চুরিরর দক্ষতা দেখাতে হয়। রে-কি বাস্তবে সেটা করার চেষ্টা করছিল ? সেকারনেই গ্রান্ড থেফট অটো-র অভিযোগে গ্রেপ্তার হতে হয়েছে তাকে ? মানুষ কি গেম থেকে শিখে বাস্তবে সেধরনের কাজ করে ?
হয়ত উল্লেখ করা যেতে পারে, কোন কোন দেশে এই গেম খেলা সরকারীভাবে নিষিদ্ধ।
No comments:
Post a Comment