December 31, 2009

অনলাইনে বিক্রি বেড়েছে Online holiday sales hit $27 billion

এবছর বড়দিনের ছুটিতে অনলাইনে বিক্রির পরিমান ছিল ২৭০০ কোটি ডলারের, যা গতবছরের তুলনায় ৫ শতাংশ বেশি। গতবছর এই সময়ের বিক্রি ছিল ২৫৮০ কোটি ডলারের। কমষ্টোর তাদের এক রিপোর্ট একথা উল্লেখ করেছে। বিক্রির তালিকায় সবচেয়ে বেশি ছিল কনজুমাল ইলেকট্রনিক্স, আগের চেয়ে ২০ ভাগ বেশি। ছোট দোকানের তুলনায় বড় দোকানের বিক্রি বেশি হয়েছে। বিনামুল্যে জিনিষপত্র পৌছে দেয়া, সোস্যাল মার্কেটিং সাইট ব্যবহার করে প্রচারনা চালানো এসব এর পেছনে কাজ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

থ্রিডি আসছে স্যাটেলাইট চ্যানেলে Satellite May Add 3-D To HDTV Channels on DIRECTV

ফিফার সাথে সনির ওয়ার্ল্ড কাপ থ্রিডি দেখানোর চুক্তি, ব্লু-রে ডিস্ক এসোসিয়েশনের স্পেসিফিকেশন চুড়ান্ত করার ঘোষনা, অবতার এবং বিউলফ নির্মাতা রিয়েল-ডি এর সাথে সনির চুক্তি, সনির থ্রিডি ব্রাভিয়া টিভির ঘোষনা, থ্রিডি ভিডিও নিয়ে এই ঘটনাগুলি ঘটে চলেছে খুব দ্রুত। এবং আরো চমক অপেক্ষা করছে আগামী সপ্তাহের কনজুমার ইলেকট্রনিক্স শোতে। কারন সকলেই অপেক্ষা করে রয়েছে সেখানে ঘোষনা দেয়ার। এরই মধ্যে আরেকটি নতুন খবর যোগ হয়েছে। ডিরেকটিভি নতুন একটি স্যাটেলাইট ছেড়েছে যা হাই-ডেফিনিশন চ্যানেলগুলিকে থ্রিডি দেখাতে সাহায্য করবে।

২০০৯ সেরা ১০ সংবাদচিত্র Top 10 Citizen News Photographs of 2009

সিটিজেন ফটো জার্নালিষ্ট শব্দটি হয়ত সকলের কাছে ততটা পরিচিত হয়নি। আপনার সামনে কোন ঘটনা ঘটছে, আপনি তার ছবি উঠিয়ে ফেললেন। সংবাদকে অর্থবহ করে তুলছে সেই ছবি। সেখানে আপনি ফটো জার্নালিষ্ট। ২০০৯ সালের জন্য সেরা ১০টি ছবি বাছাই করে প্রকাশ করেছে উই-সে নামের ওয়েবসাইট। মালয়েশিয়ার ভেঙে পড়া ষ্টেডিয়াম থেকে দৌড়ে বেরনো মানুষ, হংকং এ ভেঙে পড়া হেলিকপ্টার এসব স্থান পেয়েছে তাতে। সেইসাথে কিভাবে ভাল মানের সংবাদচিত্র উঠানো যায় সে বিষয়ে পরামর্শ দেয়া হয়েছে।

December 30, 2009

হ্যাকার অপরাধ স্বীকার করেছে Hacker pleads guilty to fraud case

কোটি কোটি ক্রেডিট এবং ডেবিট কার্ডের নাম্বার চুরি করে সেগুলি বিক্রি করার অপরাধ স্বীকার করেছে হ্যাকার। আমেরিকার ইতিহাসে এটা সবচেয়ে বড় তথ্যচুরির ঘটনা এবং  এজন্য একসময়ের মায়ামির ফেডারেল ইনফরমেশন বিভাগের কর্মী আলবার্ট গনজালভেজকে ২৫ বছর পর্যন্ত জেলে থাকতে হতে পারে।

গুগল অপারেটিং সিষ্টেমে নেটবুক Google Chrome OS based nebook

গুগলের নিজস্ব ফোন নেক্সাস ওয়ান নিশ্চিত হওয়ার পরই নতুনভাবে এসেছে কম্পিউটারের বিষয়টি, গুগলে অপারেটিং সিষ্টেম ব্যবহার করা কম্পিউটার কখন পাওয়া যাবে। তাতে কি থাকবে। এটা যখন নিশ্চিত যে গুগল নিজেই পণ্য বিক্রির দিকে যাচ্ছে। কাজেই জল্পনা বাড়ছেই।

ভারতকে পর্নগ্রাফিমুক্ত থাকতে সাহায্য করছে মাইক্রোসফট-ইয়াহু Microsoft, Yahoo help keep India away from porn

ভারতের নতুন এক আইনে পর্নগ্রাফি ব্যবহারের জন্য কঠোর শাস্তির বিধান আনা হয়েছে। নতুন আইনে ৩ বছরের জেল সহ ৫ লক্ষ রুপি পর্যন্ত জরিমানা হতে পারে এধরনের সাইট ব্যবহারের কারনে। স্বাভাবিকভাবেই কোন সাইট বন্ধ করে দেয়ার সম্ভাবনাও তৈরী হয়েছে। মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন বিং এবং ইয়াহু এধরনের অবস্থা এড়ানোর জন্য ইতিমধ্যেই কাজ শুরু করেছে। বৃটেনের প্রভাবশালী পত্রিকা গার্ডিয়ান তাদের এক তদন্ত রিপোর্টে একথা জানিয়েছে।

আফটার ইফেক্টস এবং ফাইনাল কাটের প্লাগইন বিউটি বক্স Beauty Box 1.0 For After Effects and Final Cut Pro

প্লাগইন নির্মাতা ডিজিটাল এনার্কি বিউটি বক্স নামে নতুন একটি প্লাগইন সফটওয়্যারের ঘোষনা দিয়েছে যা ভিডিও ইফেক্টস সফটওয়্যার এডবি আফটার ইফেক্টস এবং ম্যাকের ভিডিও এডিটিং সফটওয়্যার ফাইনাল কাট প্রো এর সাথে কাজ করবে। বিউটি বক্স ১.০ ব্যবহার করে খুব সহজে স্কীণ টোন ঠিক করা যাবে। সাধারনত সিনেমা, রিয়েলিটি টিভি শো, টক শো ইত্যাদির জন্য এটা প্রয়োজন হয়।

প্রজেক্টর, টিভি সহ মোবাইল ফোন Logic Bolt mobile packs a projector, two SIMs and a TV

স্যামসাং, এলজি এদের মত বড় কোম্পানীগুলি প্রজেক্টর-টিভি ইত্যাদি মোবাইল ফোনের আনার কাজ করছে এটা জানা। সেতুলনায় অখ্যাত এক কোম্পানী লজিক অয়্যারলেস তাদের লজিক বোল্ট নামে যে মোবাইল ফোন এনেছে সেটা অবাক করার মত। এতে রেডিও শোনা, টিভি দেখা, মোবাইল থেকে প্রোজেকশন, দুটি সিম ব্যবহার ইত্যাদি সুবিধে রয়েছে।

December 29, 2009

বাংলালায়নের ওয়াইম্যাক্স সার্ভিস Banglalion Wimax in Bangladesh

কিউবি নামে ওয়াইম্যাক্স সেবা চালু করার পর বাংলাদেশে দ্বিতীয় সেবাদানকারী প্রতিস্ঠান হিসেবে বাংলালায়ন পরীক্ষামুলকভাবে তাদের ওয়াইম্যাক্স সেবা চালু করে নভেম্বরে। বলা হয়েছে ডিসেম্বরের মধ্যেই ঢাকা শহরের অধিকাংশ এলাকা তাদের সেবার আওতায় আনা হবে। এ লক্ষ্যে বিভিন্ন যায়গায় তাদের গাড়ি ওয়াইম্যাক্সের নমুনা প্রদর্শন করছে।

গুগল নেক্সাস ওয়ান ফোনের বিস্তারিত HTC Google Nexus One

এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষনা দেয়া না হলেও গুগল ফোন নামে প্রচার পাওয়া নেক্সাস ওয়ান ফোনের বিস্তারিত জানা গেছে। ফোনটি নিয়ে যদি মানুষের কৌতুহল সৃষ্টি করাই গুগলের লক্ষ্য থাকে তাহলে তারা সার্থকভাবেই সেটা করতে পেরেছে তাতে সন্দেহ নেই। এবিষয়ে সবশেষ যা গুজব তা হচ্ছে আগামি বছর প্রথমদিকেই বাজারে পাওয়া যাবে।

জিএসএম মোবাইল কোড ক্র্যাক GSM mobile phone code is cracked

জার্মানীর এক কম্পিউটার প্রকৌশলী দাবী করেছেন তিনি গত ২১ বছর ধরে ব্যবহৃত জিএসএম মোবাইল কোড ক্র্যাক করেছে। বিশ্বব্যাপি অয়্যারলেস যোগাযোগ ব্যবস্থার ত্রুটি খুজে বের করতে ২৮ বছর বয়সি কারষ্টেন নোল এই কাজ করেছেন। তার কোড বিট-টরেন্ট এর মাধ্যমে ইন্টারনেটে পাওয়া যায়। আগষ্ট মাসেই তিনি এই বিষয়ে তার আগ্রহের কথা জানিয়েছিলেন।

জিপিএসের ভুলে ৩ দিন তুষারবন্দী Couple stranded 3 days after GPS leads them astray

জিপিএসের ভুল নির্দেশনায় ৩ দিন তুষারে আটকা পড়ে থাকতে হয়েছে এক দম্পতিকে। আমেরিকার পুর্ব ওরিগনের মরুভুমি দিয়ে যাবার পথে জিপিএস অনুসরন করে তারা জঙ্গলাকীর্ন পথে চলে যান এবং ৩ দিন আটকে থাকেন। আবহাওয়ার উন্নতি হওয়ার পর তারা তাদের জিপিএস সম্বলিত মোবাইল ফোনে ক্ষীন সংকেত পান এবং নিজেদের অবস্থান চিহ্নিত করতে সক্ষম হন। সেখানে উইনেমা-ফ্রিমন্ট ন্যাশনাল ফরেষ্ট রিজার্ভ থেকে তাদের জিপ উদ্ধার করা হয়। ৬৫ বছর বয়সি জন রোডস এবং তার ৬৭ বছর বয়স্ক স্ত্রী ষ্টারি বুশ রোডস নিরাপদেই বাড়ি ফিরেছেন।

December 28, 2009

ইউটিউবে দুনীতির খবর প্রকাশ করায় শাস্তি Russia to prosecute YouTube police whistleblower

রাশিয়ার একজন প্রাক্তন পুলিশ কর্মকর্তা ইউটিউবে শীর্ষস্থানীয় পুলিশ কর্মকর্তাদের দুনীতির ভিডিও প্রচার করায় তাকে আদালতে হাজির করা হচ্ছে। তার বিরুদ্ধে অফিসের সন্মানহানির অভিযোগ আনা হচ্ছে।

তোসিবার মোবাইল অনুবাদ ব্যবস্থা Toshiba Develops Translation System for Cell Phones

তোসিবা খুব দ্রুতই মোবাইল অনুবাদ সফটওয়্যার বাজারে আনতে যাচ্ছে। এরফলে কথা বলার সাথে সাথে স্পিচ রিকগনিশন ব্যবস্থা তাকে শনাক্ত করবে, অনুবাদ করবে, তারপর অন্য ভাষায় প্রকাশ করবে। আপাতত ইংরেজি, চীনা এবং জাপানিজ এই তিন ভাষায় এটা ব্যবহার করা যাবে।

ডেল মিনি ১০ নোটবুক Dell Inspiron Mini 10 notebook

ডেল তাদের অত্যন্ত জনপ্রিয় ১০ ইঞ্চি নোটবুক ইন্সপাইরন এর উন্নত সংস্করন বাজারে ছাড়তে যাচ্ছে। দীর্ঘস্থায়ী ব্যাটারী যোগ করা হয়েছে, কানেকটিভিটি সহজ করা হয়েছে এবং হাই ডেভিফিনিশন ভিডিও দেখার সুবিধে যোগ করা হয়েছে। সেইসাথে ই-মেইল, ইন্টারনেট ব্যবহার, গান শোনা, টিভি দেখা ইত্যাদি ফিচারগুলি আরো সমৃদ্ধ করা হয়েছে। নতুনভাবে তৈরী এই নোটবুকগুলি জানুয়ারীতে বাজারে পাওয়া যাবে।

December 27, 2009

নতুন পন্য আসছে : এপলের শেয়ারের দামে নতুন রেকর্ড Apple's stock hits new high

কানাঘুষা চলছে এপল নতুন পণ্য বাজারে ছাড়তে যাচ্ছে। তারই প্রভাবে তাদের শেয়ারের দাম আগের সমস্ত রেকর্ড ছাপিয়ে গেছে। গত সপ্তাহে দাম দাড়িয়েছিল ২০৯.৩৫ ডলার। বৃদ্ধির পরিমান ৬.৯৪ ডলার। এর আগে তাদের রেকর্ড ছিল ২০৮.৭১ ডলার, অক্টোবরের ২১ তারিখে। এদিকে তাদের নতুন পন্য সম্পর্কে নতুন নতুন তথ্য প্রকাশ পাচ্ছে ইন্টারনেটে।

ই-বুকের বিক্রি সাধারন বইকে ছাড়িয়ে গেছে Amazon Christmas day e-book sales beat print sales

বড়দিন উপলক্ষে আমাজন থেকে যে পরিমান ই-বুক বিক্রি হয়েছে তা প্রিন্ট করা বইয়ের সংখ্যার চেয়ে বেশি। এই বই পড়ার জন্য তাদের কিন্ডলে রিডার ছিল আমাজনের ইতিহাসে সবচেয়ে বেশি ব্যবহৃত উপহার। বড়দিনের পরদিন এই তথ্য জানিয়েছে আমাজন।

December 26, 2009

মানহানির দায়ে ব্লগারের জরিমানা China bloggers fined for defamation

দুজন চীনা ব্লগারকে ২ লক্ষ ৯০ হাজার ইউয়ান (৪২,৪৭৮ ডলার) জরিমানা করা হয়েছে মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে। চীনের চলচ্চিত্র পরিচালক জাই জিন এর মৃত্যু সম্পর্কে তারা লিখেছিল তিনি পতিতার হাতে মারা যান। তার স্ত্রী এই অর্থ পাবেন। জাই জিন গতবছর অক্টোবর মাসে ৮৪ বছর বয়সে মারা যান।

গুগল মোবাইল বিজ্ঞাপন ব্যবসায় জোর দিচ্ছে Googles aim on mobile marketing with AdMob

ইন্টারনেট বিজ্ঞাপন ব্যবসা থেকে ২ হাজার কোটি ডলারের বেশি আয় করেছে গুগল। এখন তারা ক্ষেত্র বিস্তার করছে মোবাইল ফোনে বিজ্ঞাপনের দিকে। এ্যাডমোব কিনছে ৭৫ কোটি ডলারে। এর আগে মাত্র দুবার তারা এরচেয়ে বেশি বিনিয়োগ করেছে। ২০০৬ সালে ইউটিউব কিনেছে ১৭৬ কোটি ডলারে, এবং ২০০৮ সালে ইন্টারনেট বিজ্ঞাপন সংস্থা ডাবল-ক্লিক কিনেছে ৩২০ কোটি ডলারে।

এসার ফেরারী নোটবুক Acer Ferrari One FO200-1799 Notebook


বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কম্পিউটার নির্মাতা একটি বিশেষ ভার্শনের নোটবুক বাজারে ছেড়েছে। এসার ফেরারী ওয়ান নামের এই নোটবুকে এনহ্যান্সড ষ্টেরিও স্পিকার এবং ডলবি হোম থিয়েটার অডিও ব্যবহার করা হয়েছে। এর সারাউন্ড সাউন্ড এবং বাস সত্যিকারের সিনেমার আমেজ আনতে সক্ষম বলে দাবী করা হয়েছে। এটা উইন্ডোজ ৭ এ চলবে।

চীনে অনলাইন গেমে কড়াকড়ি China cracks down on online games

অনলাইন গেমে কড়াকড়ি আরোপ করেছে চীন কর্তৃপক্ষ। সহিংসতা এবং যৌনাত্মক গেম থেকে বিরত রাখতে প্রায় ৫০ লক্ষ কম্পিউটার এবং ৮০ হাজার সাইবার কাফের ওপর নজর রাখা হচ্ছে। ২৯টি গেমকে নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে এবং ৮ কোটি ৭০ লক্ষ ইন্টারনেট এক্সেসে বাধা দেয়া হয়েছে। চীনের সংস্কৃতি মন্ত্রী কাই উই জানিয়েছেন। মন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী দ্রুত বর্ধমান অনলাইন গেমের ক্ষেত্রে আরো নতুন পদক্ষেপ নেয়া হবে।

December 25, 2009

ফাইনাল ফ্যান্টাসির কারনে প্লেষ্টেশনের বিক্রি বৃদ্ধি Sony's PlayStation 3 Got Sales Boost

ফাইনাল ফ্যান্টাসি ১৩ রিলিজ হওয়ার পর সনির প্লে-ষ্টেশনের বিক্রি বেড়ে গেছে। এজন্য সনি ফাইনাল ফ্যান্টাসি ভিত্তিক বিশেষ ভার্শন বাজারে ছেড়েছে। ডিসেম্বরের ১৭ তারিখে এই গেম বাজারে ছাড়া হয়। এরপর এক সপ্তাহে বিক্রি হওয়া ২,৩৭,০৮৬ টি প্লেষ্টেশনের মধ্যে ৯২,০০০ টি এই বিশেষ ভার্শনের।

আফটার ইফেক্টস এর জন্য পার্টিকেল ইল্যুশন Particle Illusion for After Effects

ভিডিও এডিটিং কিংবা এনিমেশনের কাজ যারা করেন তাদের অত্যন্ত প্রিয় সফটওয়্যার পার্টিকেল ইল্যুশন। খুব সহজে আতসবাজি, পানির ফোয়ারা, বিষ্ফোরন, আগুন থেকে শুরু করে সব ধরনের পার্টিকেল তৈরী করা যায়। এখন সফটওয়্যারটি এডবি আফটার ইফেক্টস এর সাথে ব্যবহার করা যাবে। জেনআর্ট ঘোষনা করেছে আফটার ইফেক্টস এর প্লাগইন হিসেবে এটা পাওয়া যাবে।

মোবাইল সফটওয়্যার ডাউনলোড Mobile Application downloads

মোবাইল ফোনের জন্য সফটওয়্যারের ডাউনলোডের পরিমান বাড়ছে। গবেষনা সংস্থা এবিআই রিসার্চের মতে ২০১৪ সালে এর পরিমান দাড়াবে ৫০০ কোটিতে। এই পরিমান ২০০৯ সালের ২৩০ কোটির দ্বিগুনেরও বেশি। ২০০৯ সালে বৃদ্ধির পরিমান ছিল শতকরা ২০ ভাগ। একইসাথে সফটওয়্যার বিক্রির জন্য অনলাইনের দোকানও বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্যভাবে। সেইসাথে বেড়েছে প্রতিদ্বন্দিতা। একসময়ের নিতান্ত প্রয়োজনীয় সফটওয়্যার, যা কিনতে গত, সেগুলি বিনামুল্যের সফটওয়্যারের কাছে হুমকিতে পড়েছে।

December 24, 2009

মোবাইল ফোনের জন্য ফায়ারফক্স Fennec, the mobile Firefox


মজিলার ফায়ারফক্সে মোবাইল ফোনের সংস্করন ফেনেক রিলিজ হবে যে কোন দিন, এবছরের মধ্যেই। এটা কম্পিউটারের ফায়ারফক্সের অনুকরনে তৈরী। সার্চ করার পর ডেস্কটপ কম্পিউটারে যে ওয়েব পেজ দেখা যায় সেই ওয়েবপেজই একইভাবে দেখা যাবে।

ই-বুক পাইরেসি বাড়ছে E-Book Piracy

ই-বুকের প্রসার যত বাড়ছে, চাহিদা যত বাড়ছে তারসাথে পাল্লা দিয়ে বাড়ছে প্রকাশকদের আতংক। কারন একইসাথে বেড়ে চলেছে ই-বুক পাইরেসি। এতদিন পর্যন্ত টেক্সট বই স্ক্যান করে তা ইন্টারনেটের মাধ্যমে ছড়াতো সারা বিশ্বে। এখন ই-বুকের ব্যবসার সম্প্রসারনের সাথেসাথে একেবারে বেষ্টসেলার নতুন বইগুলিও ছড়িয়ে পড়ছে ইন্টারনেটে।

একেভিস ফটোশপ ফ্লাগ-ইন AKVIS Magnifier 3.0 Enlarges Images to High Resolution

ছোট ছবিকে বড় করলে তার মান নষ্ট হয়, এই স্বাভাবিক নিয়মের সাথেই আমরা পরিচিত। একেভিস এর নতুন প্লাগ-ইন ম্যাগনিফায়ার সম্পর্কে বলা হচ্ছে এটা বড় করার সময় বিশেষ গাণিতিক পদ্ধতিকে রেজ্যুলুশন বাড়িয়ে দেবে। যে ছবি পোষ্টকার্ড সাইজের তাকে পোষ্টারের সমান প্রিন্ট করা যাবে। ফটোশপের প্লাগইন হিসেবে ছাড়াও পৃথক সফটওয়্যার হিসেবেও এটা ব্যবহার করা যাবে।

December 23, 2009

ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসে ডুরান ডুরান Duran Duran at MWC 2010

সারা বিশ্বের মোবাইল যোগাযোগ শিল্প নিয়ে কাজ করে জিএসএমএ। প্রতিবছর বার্সিলোনায় অনুষ্ঠিত হয় এ বিষয়ে সবচেয়ে বড় মেলা। সারা বিশ্ব থেকে মোবাইল প্রযুক্তি প্রদর্শন করা হয় সেখানে। এবারের এই মেলায় আরেকটি আকর্ষন হতে যাচ্ছে বিখ্যাত রক ব্যান্ড দল ডুরান ডুরান। তারা মেলার উদ্বোধনী এবং পুরস্কার বিতরনী অনুষ্ঠান পরিচালনা করবে।

সিটিগ্রুপে হ্যাকারদের আক্রমন : কোটি কোটি ডলার চুরি FBI probes hacker attack on Citigroup

সিটিগ্রুপের কম্পিউটার সিষ্টেমে হ্যাকারদের আক্রমনে কোটি কোটি ডলার চুরির ঘটনা তদন্ত করছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। ওয়াল ষ্ট্রিট জার্নাল এই তথ্য প্রকাশ করলেও সিটি ব্যাংক বিষয়টি অস্বিকার করেছে। সুত্র উল্লেখ না করে এই রিপোর্টে বলা হয় রাশিয়ার একটি সাইবার গ্যাং এই কাজ করেছে। অন্তত আরো দুটি সিষ্টেমে আক্রমন করা হয়েছে যার মধ্যে একটি মার্কিন সরকারের।

সুপারস্পিড ইউএসবি ৩ ড্রাইভ আসছে WD And NEC To Promote Superspeed USB 3.0 Standard

বিশ্বের প্রধান হার্ডডিস্ক নির্মাতা ওয়েষ্টার্ন ডিজিটাল এবং এনইসি একসাথে জানিয়েছে তারা ইউএসবি ৩ নিয়ে একসাথে কাজ করছে। ইউএসবি ৩ ৫ গিগাবিট/সে ডাটা ট্রান্সফার করতে সক্ষম যা বর্তমানে ইউএসবি ২ থেকে ১০ গুন বেশি। দ্রুততাবৃদ্ধির সাথেসাথে শক্তি ব্যবহারও কমাবে এগুলি। ইউএসবি ৩ ব্যবহার করা প্রথম ডিভাইস হিসেবে হার্ডডিস্ক আসতে যাচ্ছে।

অপেরা ১০.৫ ক্রোম-সাফারিকে ছাড়িয়ে যাবে Opera 10.5 pre-alpha goes Chrome hunting

অপেরার ১০.৫ ভার্শন এর প্রিভিউ দেখানো হয়েছে মাত্র এখনই এর জাভাস্ক্রিপ্ট রেন্ডারিং ইঞ্জিনকে গুগলের ক্রোম কিংবা এপলের সাফারির সাথে তুলনা করা হচ্ছে বেঞ্চমার্কে বর্তমানের প্রচলিত অপেরা থেকে ৭.৫ গুন দ্রুত কর্মক্ষমতা দেখিয়েছে যা গতিতে গুগলের ক্রোমকে ছাড়িয়ে যায় ক্রোমের ৫১০.৪ মিলিসেকেন্ডের যায়গায় অপেরা সময় নিয়েছে ৪৩৫.৬ মিলিসেকেন্ড

মাইক্রোসফট ওয়ার্ড বিক্রিতে নিষেধাজ্ঞা Court bans sale of Microsoft Word

বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার মাইক্রোসফটের ওয়ার্ড বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আদালত। একই সাথে একটি কানাডিয়ান সফটওয়্যার কোম্পানীকে ২৯ কোটি ডলার ক্ষতিপুরন দেয়ার নির্দেশ দিয়েছে মাইক্রোসফটকে। পেটেন্ট বিষয়ক এক মামলায় মাইক্রোসফটকে অভিযুক্ত করে এই রায় দেয়া হয়।

December 22, 2009

নেটবুকে আসছে হাই ডেফিনিশন ভিডিও HD video to Netbooks

যারা নেটবুকে হাই ডেফিনিশন ভিডিও দেখতে চান তাদের জন্য সুযোগ করে দিচ্ছে এনভিডিয়া এবং ব্রডকম। বর্তমানের নেটবুকগুলি হাই ডেফিনিশন ভিডিও ব্যবহারের জন্য যথেষ্ট শক্তিশালী না, ইন্টেলের এটম প্রসেসরের বড় ধরনের পরিবর্তনের কথা বলার পরও। ইন্টেল বলছে এজন্য তারা ব্রডকমের একটি চিপ ব্যবহার করবে যা ফুল হাই ডেফিনিশন ১০৮০পি ভিডিও প্লে করতে পারবে।

নিকসফটের ফটোশপ প্লাগইন ভিভেজা ২ Nik Software Ships Viveza 2 for Photoshop, Lightroom & Apple Aperture

নিকসফট তাদের পুরস্কার পাওয়া প্লাগইন ভিভেজার নতুন ভার্শন ২ রিলিজ করেছে। এর প্রথম ভার্শন যখন বাজারে আসে তখন রীতিমত আলোড়ন তুলেছিল। ফটো এডিটিং এর ক্ষেত্রে নির্দিষ্ট অংশের পরিবর্তনের জন্য একে যুগান্তকারী সফটওয়্যার বিবেচনা করা হয়। প্রফেশনাল ফটোগ্রাফারদের পত্রিকা হট ওয়ান একে বর্ষসেরা পুরস্কার দেয়।

ব্লু-রে ডিস্কে থ্রিডি ভিডিও Blu-ray goes 3D

ব্লু-রে ডিস্ক এসোসিয়েশন (বিডিএ) সম্প্রতি জানিয়েছে তারা ব্লু-রে থ্রিডি স্পেসিফিকেশন চুড়ান্ত করেছে। এর অর্থ এখন ঘরে বসেই থ্রিডি দেখার সুযোগ পাবেন। বর্তমানে থ্রিডি বিশেষ ব্যবস্থায় দেখতে হয়। এই প্রযুক্তিতে দুটি ফুল হাইডেফিনিশন ১০৮০পি ভিডিওকে দুই চোখের জন্য ব্যবহার করা হবে। এরফলে সাধারন ভিডিও থেকে ৫০ ভাগ বেশি যায়গা প্রয়োজন হবে।

খরচ কমাতে অফিস বন্ধ রাখছে ইয়াহু Cost-cutting Yahoo to close offices for holidays

ইয়াহু জানিয়েছে খরচ কমাতে তারা বড়দিন থেকে নববর্ষ পর্যন্ত তাদের অফিস বন্ধ রাখবে। ২০০১ সালের পর এই প্রথমবারের মত তাদের আয় কমতির দিকে। সেকারনেই খরচ কমাতে হচ্ছে তাদের।
এই প্রথমবারের মত ইয়াহু তাদের ১৩ হাজার ২০০ কর্মীকে ছুটি দিচ্ছে এবং এই ছুটির কারনে সেই সময়ে তারা বেতন-ভাতা পাবে না। শুধুমাত্র জরুরী কিছু লোক রেখে ২৫ ডিসেম্বর থেকে ১ জানুয়ারী পর্যন্ত অফিসের কাজ চালু রাখা হবে।

মোবাইল ওয়াই-ফাই হটস্পট Ford cars to become Wi-Fi hot spots

ফোর্ড গাড়ি সত্যিকারের মোবাইল ওয়াই-ফাই হটস্পট হতে যাচ্ছে। গাড়ি নির্মাতা জানিয়েছে তারা তাদের গাড়িতে এমন ব্যবস্থা আনতে যাচ্ছে যেখানে গাড়ির নিজস্ব ওয়াই-ফাই থেকে গাড়িতে অবস্থানরত অন্যরা কানেক্ট হতে পারবে। গাড়িগুলি ল্যাপটপ, মোবাইল থেকে শুরু করে যে কোন ওয়াইফাইয়ের সাথে যুক্ত হতে পারবে।

স্যামসাং এম-৫৬৫০ লিন্ডি বিক্রি হচ্ছে Samsung M5650 Lindy goes official

স্যামসাং এর নতুন ফোন এম-৫৬৫০ লিন্ডি হয়ত ততটা অবাক করবে না। আগের কমদামী করবি-কে আরেকটু উন্নত করে এই ফোন ছাড়া হয়েছে। আকারেও তারচেয়ে কিছুটা বড়। ক্যামেরা ২ মেগাপিক্সেল থেকে ৩ মেগাপিক্সেল করা হয়েছে। ভয়েস কল সুবিধা সহ থ্রিজি, ওয়াইফাই, এজ, জিপিআরএস ইত্যাদি কানেকটিভিটি রয়েছে এই ফোনে।

December 21, 2009

২০০৯ সালের মিউজিক ভিডিও গেমের ব্যবসা Sales of music video games plummet in 2009

২০০৯ সালে মিউজিক ভিত্তিক ভিডিও গেমের ব্যবসা ভাল করেনি। ১৪০০ কোটি ডলার লাভের মুখ দেখেছে এই খাত। সবচেয়ে বেশি বিক্রি হয়েছে রক ব্যান্ড ২ এবং গিটার হিরো ওয়ার্ল্ড ট্যুর। মোট লাভের অর্ধেক গেছে এদের ভাগে। অন্যদের মধ্যে রয়েছে বিটলস : রক ব্যান্ড, গিটার হিরো ৫, ডিজে হিরো এবং ব্যান্ড হিরো। আরেকটি সম্ভাব্য হিট গেম গিটার হিরো : ভ্যান হেলেন বাজারে আসতে যাচ্ছে ২২ ডিসেম্বর।

ইন্টেলের নতুন এটম প্রসেসর Intel launches redesigned Atom chip for Netbooks

নেটবুকের জন্য নতুনভাবে এটম প্রসেসর তৈরী করেছে ইন্টেল। ২০০৮ সালে এই প্রসেসর বাজারে ছাড়ার পর এটা তাদের প্রথম বড় ধরনের পরিবর্তন। আগামী কনজুমার ইলেট্রনিক্স শো (সিএসই) তে আসছে এই প্রসেসর ব্যবহার করে এইচপি, ডেল, আসুস, তোসিবা, লেনোভো এবং অন্যান্যদের নেটবুক। অথবা তারও আগে তারা এর মডেলগুলি প্রদর্শন করবে। ইন্টেল জানিয়েছে এই প্রসেসর ব্যবহার করা ৮০টি নতুন নেটবুক জানুয়ারীর ৪ তারিখের মধ্যেই পাওয়া যাবে।

এলজি থ্রিডি টিভি LG 3D TV

এবছর আগষ্টে এলজি প্রথম কোরিয়ান কোম্পানী হিসেবে থ্রিডি টিভির ঘোষনা দিয়েছিল। তারা কোরিয়ান ডিজিটাল স্যাটেলাইট ব্রডকাষ্টিং (স্কাইলাইফ) এর সাথে নতুন এক চুক্তির কথা জানিয়েছে। এরফলে আগামী জানুয়ারীতেই (২০১০) তারা দ্বিতীয় আরেকটি থ্রিডি ব্রডকাষ্টের ট্রায়াল দেবে। এর আগে অক্টোবরে একবার তারা পরীক্ষামুলক সম্প্রচার করেছিল।

মাইক্রোসফটের নামে মামলা, এবার বিং নিয়ে Microsoft sued over Bing name

অনেকে মনে করেন মাইক্রোসফট তাদের সার্চ ইঞ্জিনের নাম রাখতে চেয়েছিল বিংগো। একসময় শেষের একটি অক্ষর বাদ দিয়ে বিং রাখা হয়েছে। এবার সেই নাম নিয়েই বিপত্তির মুখে পড়েছে তারা। বিং ইনফরমেশন ডিজাইন নামে একটি প্রতিষ্ঠান (সেন্ট সুইস বিং) তাদের নামে মামলা ঠুকেছে। তাদের দাবী বিং তাদের কোম্পানীর নাম এবং এটা ব্যবহারের অধিকার একমাত্র তাদের।

December 20, 2009

আইফোন গেম নির্মাতার মাসে বিক্রি ১০ লক্ষ ডলার Small iPhone developer Tapulous sees big success


আইফোনের জন্য গেম তৈরীর ছোট্ট প্রতিষ্ঠান টাপুলাস, যার কর্মীসংখ্যা ২০ জনের কম। তারা জানাচ্ছে তাদের আয় মাসে ১০ লক্ষ ডলার ছাড়িয়ে গেছে। তাদের তৈরী ট্যাপ ট্যাপ রিভেঞ্জ গেম ২ কোটির বেশি বিক্রি হয়েছে। কদিন আগে গবেষনা প্রতিস্ঠান কমস্কোর জানিয়েছিল গেমটি এপলের এক তৃতিয়াংশ ফোনে ইনষ্টল করা হয়েছে।

প্রিন্স অব পার্শিয়া মুভি Prince of Persia : The Sands of Time

ডস ভিত্তিক কম্পিউটার গেম প্রিন্স অব পার্শিয়া বাজারে এসেই সকলের মন জয় করেছিল এক যুগেরও বেশি আগে। এরপর থেকে জনপ্রিয়তা কখনো কমেনি, বরং ইদানিং তা আবারও বাড়তির দিকে।  এবারে প্রিন্সকে দেখা যাবে মুভিতে। দ্য স্যান্ডস অব টাইম নামে মুভি তৈরী হচ্ছে। এর ট্রেলার দেখানো হয়েছে। বলা হচ্ছে এটাও গেমের মতই জনপ্রিয়তা পাবে।
এর পরিচালক মাইক নিউ। প্রিন্সের চরিত্রে অভিনয় করেছেন দাস্তান। এর ট্রেলার ইউটিউবে দেখা যাবে।

ফায়ারফক্সের নতুন ভার্শন Mozilla Rolls out Latest Firefox Beta


মোজিলা তাদের ব্রাউজারের নতুন ভার্শন ফায়ারফক্স ৩.৬ এর বেটা ৫ ডাউনলোডের জন্য দিয়েছে। আগের ভার্শনের কিছু সমস্যা দুর করা ছাড়াও এতে নতুন কিছু ফিচার যোগ করা হয়েছে এবং পারফরমেন্স উন্নত করা হয়েছে। নতুন ফিচারের মধ্যে রয়েছে খুব সহজে থিম পরিবর্তনের সুযোগ। এছাড়া ভিন্ন ভিন্ন স্ক্রিপ্টের ওয়েব পেজ দ্রুত লোড হবে। এছাড়া ওয়েব ওপেন ফন্ট ফরম্যাট নামে ফন্ট ফরম্যাট কমপ্রেস করার ব্যবস্থা চালু করা হয়েছে।

চিপ ব্যবসায় লাভ কমেছে Chip revenue falls 11.4 percent in 2009

সেমিকন্ডাক্টর ব্যবসায়ীদের খারাপ সময় যাচ্ছে। পরপর দ্বিতীয় বছরের মত তাদের লাভ কমেছে। বছরের শুরুর দিকে বিক্রি বৃদ্ধি পেলেও সারা বছরের হিসেবে ২০০৯ সালে তা কমে এসেছে ১১.৪ ভাগ। গত ২৫ বছরের মধ্যে এটা ৬ষ্ঠ বছর যেখানে বছরের হিসেবে চিপের ব্যবসা কমেছে।

December 19, 2009

ব্লু-টুথ ৪ কম শক্তি ব্যবহার করবে Bluetooth 4.0 Spec Finalized

ব্লুটুথের স্পেশাল ইন্টারেষ্ট গ্রুপ (এসআইজি) ব্লুটুথ ৪ এর বিস্তারিত প্রকাশ করেছে। এবছর এপ্রিলে অধিক দ্রততার ব্লুটুথ ৩ এর ঘোষনা দেয়া হয়। ভার্শন ৪ এর দ্রুততা তার থেকেও বেশি হবে। তবে এর মুল্য লক্ষ্য থাকবে কম বিদ্যুত শক্তি ব্যবহার। ব্লুটুথ ৩ বাজারে আসার অল্পদিনের মধ্যেই এটাও বাজারে আসবে।

সনির থ্রিডি এসএলআর ক্যামেরা Sony Alpha 3D SLR camera

সনি থ্রিডি টিভি তৈরী করছে একথা জানা গেছে বহু আগে। ব্লু-রে প্লেয়ার, প্লে-ষ্টেশন এগুলিও থ্রিডির আওতায় আসবে এটা ধারনা করাই যায়। তাদের থ্রিডি পরিকল্পনার মধ্যে যোগ হয়েছে এসএলআর আলফা ক্যামেরা। এরফলে টিভিতে সরাসরি থ্রিডি দেখা, ব্লুরে কিনে দেখা ছাড়াও ব্যবহারকারী নিজেই থ্রিডি তৈরীর সুযোগ পাবেন।

বাজার করতে রোবট Japanese robot helps out with shopping


মানুষের আকৃতির একটি রোবটকে জাপানের কিয়োটো শহরে বাজার করতে সাথে নেয়া হয়েছে। ৬৭ বছর বয়স্ক একজন মহিলা তাকে সাথে নিয়ে বাজারে যান, রোবট তাকে কোন জিনিষ ভাল, কি কিনতে হবে এবিষয়য়ে পরামর্শ দেয়। জাপানের এডভান্সড টেলিকম্যুনিকেশনস রিসার্চ ইনষ্টিটিউট ইন্টারন্যাশনাল এর তৈরী এই রোবটের নাম রোবোভাই ২।
একটি সুপামর্কেটে রোবোভাই এর কেনাকাটা করার ভিডিও প্রকাশ করা হয়েছে ইন্টারনেটে। যেখানে সে ভদ্রমহিলাকে বলছে যে ফলটা কেনা হয়েছে সেটা ভাল। সালাদের জন্য তার লেটুস কেনা উচিত, ইত্যাদি।
এটিআর বিভিন্ন কাজের জন্য রোবট তৈরী নিয়ে কাজ করছে। যার মধ্যে রয়েছে ভীড়ের মধ্যে কেউ হারিয়ে গেলে সেটা লক্ষ্য করা। তবে বেশিরভাগই হবি রোবট নামে পরিচিত সাধারন সঙ্গি।

বিশ্বের প্রথম ফটোগ্রাফি মেসিন The Worlds First Office Photography Machine


ফটোগ্রাফি মেসিন, শব্দটা অবাক করার মত। এটা আসলে তাই। এরমধ্যে যার ছবি উঠাতে চান সেটা রেখে দেবেন। মুহুর্তের মধ্যে প্রফেশনাল কাজের উপযোগি ছবি তৈরী। ফটোকপির মত ফেসিমাইল থেকে এর নাম রাখা হয়েছে ফটোসিমাইল। অফিস বা ব্যবসার জন্য এটা আগামীদিনের প্রযুক্তি।

কম্পিউটার নিয়ন্ত্রত এই ডেস্কটপ ফটো ষ্টুডিওতে ২৮-২৮-২৮ ইঞ্চি যায়গা রয়েছে যেখানে ৬৫০০কে ডেলাইট বাল্ব আলো ছড়াবে। ক্যামেরা নিজে থেকেই ছবি উঠানোর কাজ করবে। এটা বিশেষভাবে তৈরী ক্যাননের এসএলআর ক্যামেরা যা অনেক দ্রুত, বেশি কাজ করতে সক্ষম। ছবিতে কোন ছায়া পড়বে না, কোথাও খুত থাকবে না। ব্যবহারের জন্য কোন অভিজ্ঞতা প্রয়োজন নেই। যদি অবাক হন একটা বস্তুর ছবি উঠানোর জন্য এতকিছু প্রয়োজন কেন তাহলে একটা ঘড়ি কিংবা ক্যামেরা অথবা অন্যকোন ধাতব কিছুর বিজ্ঞাপন দেখুন। এগুলির ছবি উঠানোর জন্য এধরনের পরিবেশ তৈরী করে নিয়ে নিখুত ছবি উঠাতে হয়।

December 18, 2009

বই স্ক্যান করায় গুগলের জরিমানা French court fines Google for scanning books

প্রকাশকের অনুমতি না নিয়ে বই স্ক্যান করায় গুগলকে ৩ লক্ষ ইউরো (৪ লক্ষ ৩০ হাজার ডলার) জরিমানা করেছে ফ্রান্সের আদালত। ফ্রান্সের প্রকাশনা সংস্থা লি স্যুইল এর ৪০০০ কাজ তাদের অনুমতি না নিয়েই গুগল স্ক্যান করেছে এই অভিযোগে মামলা করা হয়েছিল ২০০৬ সালে। এখন ক্ষতিপুরন হিসেবে গুগলকে এই পরিমান অর্থ দিতে হবে। যদিও বাদীপক্ষের দাবী ছিল ১৫ লক্ষ ইউরো এবং তার সুদ।

এডবি লাইটরুমের নতুন ভার্শন Adobe releases Lightroom 2.6, Camera Raw and DNG Converter 5.6

ফটোগ্রাফারদের প্রিয় সফটওয়্যার এডবি লাইটরুমের নতুন ভার্শন ২.৬ রিলিজ দেয়া হয়েছে। সেইসাথে ক্যামেরা র আপডেট করে ৫.৬ করা হয়েছে এবং ডিএনজি কনভার্টার ৫.৬ রিলিজ দেয়া হয়েছে। উল্লেখ করা যেতে পারে লাইটরুম ৩ বেটা চালু থাকলেও ২.৬ ভার্শনের নতুন ফিচারগুলি সেখানে যোগ করা হয়নি।

টুইটার বন্ধ করেছিল ইরানের সাইবার আর্মি Twitter hacked by Iranian Cyber Army

১৭ ডিসেম্বর সন্ধ্যায় জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট টুইটার বন্ধ হয়ে গিয়েছিল। বলা হচ্ছে আসলে সাইটটি হ্যাক করা হয়েছিল। বন্ধ হওয়ার ঠিক আগ মুহুর্তে একটি মেসেজ পাওয়া যায় যার বক্তব্য ইরান সাইবার আর্মি সাইটটি হ্যাক করেছে। এরপর টুইটারের ষ্ট্যাটাস ব্লগও বন্ধ হয়ে যায়।
এর আগেও টুইটারের জন্য এমন ঘটনা ঘটেছে। এবছর জানুয়ারিতে সিএনএন উপস্থাপক রিক স্পেন্সারের ফিড হ্যাক করে। পাশওয়ার্ড চুরির জন্য প্রায়শই টুইটার হ্যাক করা হয়।

ভিজুয়াল ষ্টুডিও ২০১০ পিছিয়ে যাচ্ছে Visual Studio 2010 release delayed

সবচেয়ে বেশি ব্যবহৃত প্রোগ্রামিং সফটওয়্যার প্যাকেজ মাইক্রোসফট ভিজুয়াল ষ্টুডিও ২০১০ সময়মত বাজারে আসছে না। আগামী মার্চে ২২ তারিখে এটা রিলিজ হওয়ার কথা ছিল। কিন্তু মাইক্রোসফট জানাচ্ছে পারফরমেন্স বিষয়ক কিছু কারনে এর বেটা টেষ্টিং এর সময় বাড়ানো হয়েছে। অক্টোবরে এর বেটা ২ ছাড়া হয়েছিল।

December 17, 2009

ইন্টারনেটে অবৈধভাবে অর্থ উপার্জনের জন্য জেল China jails 11 over online games scam

অনলাইন গেম ব্যবহার করে জালিয়াতি করে প্রায় দেড় লক্ষ ডলার আয় করেছে এই অভিযোগে ১১ জনকে ৩ মাসের কারাদন্ড দিয়েছে চীনের আদালত। লি ইজং এবং জেং ইফু একধরনের ট্রোজান হর্স (ভাইরাস) তৈরী করে ইন্টারনেট গেমারদের ৫৩ লক্ষ জনের নাম এবং পাশওয়ার্ড সংগ্রহ করে। তারপর সেগুলি ব্যবহার করে অবৈধভাবে অর্থলাভ করে। চীনের সিনহুয়া সংবাদ সংস্থা একথা জানিয়েছে।

স্যামসাং এর নতুন ক্যামেরা Samsung ST5500 digital camera

স্যামসাং এর এই ক্যামেরাকে ১৪ মেগাপিক্সেলের আরেকটি ক্যামেরা হিসেবে দেখলে ভুল হবারই সম্ভাবনা। এতে রয়েছে জিপিএস, ওয়াই-ফাই, ব্লু-টুথ। এর মোশান ডিটেকটর নিজে থেকে ষ্টিল থেকে মুভি মোড কিংবা মুভি মোড থেকে ষ্টিল মোডে যেতে পারে। অপটিক্যাল ইমেজ ষ্ট্যাবিলাইজেশন সহ এই ক্যামেরা ৭২০পি হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করবে।

সনির হাল্কা ওজনের নেটবুক Ultra-light netbook Sony Vaio X

ল্যাপটপ ব্যবহারকারীদের কাছে নেটবুক পছন্দ দুটি কারনে। প্রথমত দাম কম, দ্বিতীয়ত ওজন কম। সহজে বয়ে বেড়ানো যায়। দুটির মধ্যে কোনটি আপনার পছন্দ সেটা অবশ্যই আপনার বিষয়। ইচ্ছে করলে ওজনের বিষয়টিকে গুরুত্ব দিতে পারেন। সেক্ষেত্রে সনির নতুন এই নেটবুক আপনার জন্য। কার্বন ফাইবার দিয়ে তৈরী এই নেটবুকের ওজন মাত্র ১.৬ পাউন্ড। সনি বলছে আকারে বিশ্বের সবচেয়ে পাতলা, সবচেয়ে হালকা।

২০ মেগাপিক্সেল, ফুল এইচডি ভিডিও নিয়ে মোবাইল Broadcom VideoCore IV records 1080p video, 20MP photos


মোবাইল ফোনে অনেক উচু মানের ক্যামেরার কথা আপনি শুনেছেন। ১২ মেগাপিক্সেল, হাই ডেফিনিশন ভিডিও, ৩এক্স অপটিক্যাল জুম ইত্যাদি ইত্যাদি। কিন্তু এতটা আগে শোনেননি। মোবাইল ফোনে ২০ মেগাপিক্সেল ক্যামেরা, ১০৮০পি ফুল হাই ডেফিনিশন ভিডিও। লক্ষ টাকা দামের এসএলআর ক্যামেরাতেও যা থাকে না। সেটাই আনতে যাচ্ছে ব্রডকম তাদের ভিডিওকোর ৪ নামের মোবাইল ফোনে। আর এগুলি সেই ফোনের সুবিধাগুলির অংশমাত্র।

ফটোগ্রাফির জন্য বই Mastering the Nikon D5000

বর্তমান সময়ের কমদামের মধ্যে জনপ্রিয় এসএলআর ক্যামেরা নাইকন ডি৫০০০ ব্যবহারকারীদের জন্য খবর, ক্যামেরা থেকে সবচেয়ে ভাল ফল পাওয়ার জন্য নতুন একটি বই প্রকাশ করা হয়েছে। ছোট আকার, হাল্কা ওজন, সব ধরনের ম্যানুয়েল কন্ট্রোল থেকে শুরু করে পুরো অটোম্যাটিক পয়েন্ট এন্ড শ্যুট ক্যামেরা হিসেবে ব্যবহার, হাই ডেফিনিশন ভিডিও রেকর্ডিং সব মিলিয়ে সাধারন ব্যবহারকারীদের জন্য অসাধারন এই ক্যামেরা। হয়ত আগেই জেনেছেন এর প্রচারের জন্য ১৪০ সেকেন্ডে ভিডিও প্রতিযোগিতার আয়োজন করেছে নাইকন যার পুরস্কার ১ লক্ষ ডলার।
এই বইতে এসএলআর ক্যামেরার পরিচিতি দিয়ে শুরু করা হয়েছে, ক্রমেই কঠিন বিষয়গুলি তুলে ধরা হয়েছে। ভিডিওর জন্য ডি-মুভি নিয়েই পুরো এক অধ্যায় লেখা হয়েছে।

কোরেলের থ্রিডি ব্লু-রে সফটওয়্যার Corel 3D Blu-ray playback software


থ্রিডি ভিডিও প্রযুক্তি নিয়ে কাজ এগিয়ে চলেছে দ্রুতগতিতে। থ্রিডি টিভি, কম্পিউটার মনিটর, ল্যাপটপ ইত্যাদির কথা শোনা যাচ্ছে। কম্পিউটারে থ্রিডি ভিডিও দেখার জন্য হার্ডওয়্যারই একমাত্র বিবেচ্য বিষয় না, এজন্য সফটওয়্যারও প্রয়োজন। এনিয়ে কাজ করছে কোরেল কর্পোরেশন। ব্লু-রে ভিডিও দেখার জন্য তাদের উইনডিভিডি এখনই সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার। একে থ্রিডি দেখার উপযোগি করতে তারা কাজ করছে এনভিডিয়ার সাথে।