ছবিকে বড় করার সময় এই সফটওয়্যার ছবির মানের বৈশিষ্টগুলি ঠিক রেখে ৩০০০০/৩০০০০ পিক্সেল রেজ্যুলুশন পর্যন্ত বৃদ্ধি করা যাবে, যা থেকে ১০০/১০০ ইঞ্চি ছবি অনায়াসে ৩০০ ডিপিআইট প্রিন্ট করা যাবে।
নতুন ভার্শনে ইন্টারফেসেও পরিবতর্ণ আনা হয়েছে, ৬৪ বিট সাপোর্ট যোগ করা হয়েছে। ইউন্ডোজ এবং ম্যাকে ফটোশপ ছাড়াও ফটোশপ এলিমেন্ট এর সাথে কাজ করবে।
আগের ভার্শনের ব্যবহারকারীরা বিনামুল্যে আপডেট করার সুযোগ পাবেন। এছাড়া ১০ দিন ব্যবহার উপযোগি ভার্শন বিনামুল্যে ডাউনলোড করা যাবে তাদের ওয়েবসাইট থেকে।
এটা ব্যবহারের জন্য টিউটোরিয়ালও রয়েছে তাদের ওয়েব সাইটে।
No comments:
Post a Comment