সারা বিশ্বের মোবাইল যোগাযোগ শিল্প নিয়ে কাজ করে জিএসএমএ। প্রতিবছর বার্সিলোনায় অনুষ্ঠিত হয় এ বিষয়ে সবচেয়ে বড় মেলা। সারা বিশ্ব থেকে মোবাইল প্রযুক্তি প্রদর্শন করা হয় সেখানে। এবারের এই মেলায় আরেকটি আকর্ষন হতে যাচ্ছে বিখ্যাত রক ব্যান্ড দল ডুরান ডুরান। তারা মেলার উদ্বোধনী এবং পুরস্কার বিতরনী অনুষ্ঠান পরিচালনা করবে।এই মেলায় মোবাইল এন্টারটেইনমেন্ট, মার্কেটিং ও বিজ্ঞাপন, মোবাইল সার্ভিস, উদ্ভাবনী ও প্রযুক্তি, গ্রীন মোবাইল ইত্যাদি বিভাগে পুরস্কার দেয়া হয়। সেইসাথে সেরা মোবাইল ফোন নির্বাচন করা হয়। ১৬ ফেব্রুয়ারী ২০১০ বিকেলে এই পুরস্কার বিতরনী অনুষ্ঠান হওয়ার কথা।
ডুরান ডুরান বর্তমানে তাদের ১৩তম এলবাম নিয়ে কাজ করছে। আগামী বছর এটা রিলিজ হওয়ার কথা। গত ৩০ বছর ধরে তারা প্রায়ই চার্টে শীর্ষস্থানে অবস্থান করেছে এবং এপর্যন্ত তাদের রেকর্ড বিক্রি হয়েছে ১০ কোটির বেশি।

No comments:
Post a Comment