December 23, 2009

সিটিগ্রুপে হ্যাকারদের আক্রমন : কোটি কোটি ডলার চুরি FBI probes hacker attack on Citigroup

সিটিগ্রুপের কম্পিউটার সিষ্টেমে হ্যাকারদের আক্রমনে কোটি কোটি ডলার চুরির ঘটনা তদন্ত করছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। ওয়াল ষ্ট্রিট জার্নাল এই তথ্য প্রকাশ করলেও সিটি ব্যাংক বিষয়টি অস্বিকার করেছে। সুত্র উল্লেখ না করে এই রিপোর্টে বলা হয় রাশিয়ার একটি সাইবার গ্যাং এই কাজ করেছে। অন্তত আরো দুটি সিষ্টেমে আক্রমন করা হয়েছে যার মধ্যে একটি মার্কিন সরকারের।

রিপোর্টে বলা হয়েছে এই ঘটনা হয়ত ঘটেছে বছরখানেক আগে। এর তদন্তে এফবিআই, ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি এবং হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট সিটিগ্রুপের সাথে কাজ করে।
ব্যাংকে সাইবার আক্রমন সাধারন ঘটনা, ঘটনার প্রেক্ষিতে বলছেন বিশ্বব্যাংকের সাবেক ট্রেজারি সিকিউরিটি টিমের ভাইস প্রেসিডেন্ট কেলারমান। মুলক পুর্ব ইউরোপ, ব্রাজিল এবং দক্ষিনপুর্ব এশিয়া থেকে একাজগুলি করা হয়। হ্যাকারকে ধরা সম্ভব হলেও তাকে শাস্তি দেয়া আরো জটিল কাজ।

No comments:

Post a Comment