কম্পাটিবিলিটির ক্ষেত্রে, ব্লু-রে থ্রিডি প্লেয়ার ব্যবহার করে এলসিডি, প্লাসমা অথবা অন্য যে কোন থ্রিডি কম্পাটিবল ডিসপ্লে ব্যবহার করা যাবে। সনির প্লেষ্টেশন থ্রি কে আপডেট করে নেয়া যাবে। যদি কোনটিই না থাকে তাহলে সাধারন প্লেয়ারে সাধারন ব্লু-রে হিসেবে (২ডি) কাজ করবে। এছাড়া থ্রিডি প্লেয়ারে আগের ২ডি ডিস্কগুলি কাজ করবে।
জানুয়ারীর কনজ্যুমার ইলেকট্রনিক্স শোতে আরো বিস্তারিত জানা যাবে বলে ধারনা করা হচ্ছে।
No comments:
Post a Comment