নিকসফট তাদের পুরস্কার পাওয়া প্লাগইন ভিভেজার নতুন ভার্শন ২ রিলিজ করেছে। এর প্রথম ভার্শন যখন বাজারে আসে তখন রীতিমত আলোড়ন তুলেছিল। ফটো এডিটিং এর ক্ষেত্রে নির্দিষ্ট অংশের পরিবর্তনের জন্য একে যুগান্তকারী সফটওয়্যার বিবেচনা করা হয়। প্রফেশনাল ফটোগ্রাফারদের পত্রিকা হট ওয়ান একে বর্ষসেরা পুরস্কার দেয়।নতুন ভার্শনে কালার এবং লাইট কন্ট্রোল পয়েন্ট আরো সহজ এবং কার্যকর করা হয়েছে। নতুনভাবে যোগ করা হয়েছে গ্লোবাল ইমেজ এডজাষ্টমেন্ট, স্যাডো রিকভারী, লেভেল এবং কার্ভ এডজাষ্টমেন্ট ইত্যাদি। এছাড়া উন্নত করা হয়েছে ফিল্টার সাপোর্ট, সিলেক্টিভ ব্রাশ কন্ট্রোল। এছাড়া ৬৪ বিট সাপোর্টও যোগ করা হয়েছে।
সফটওয়্যারটি ফটোশপ, লাইটরুম এবং এপল এপারচারের সাথে কাজ করবে। এর দাম ১৯৯.৯৫ ডলার। এছাড়া আগের ভার্শন ব্যবহারকারীরা ৯৯.৯৫ ডলারে আপগ্রেড করার সুযোগ পাবেন। এছাড়া তাদের ওয়েবসাইট থেকে ট্রায়াল ভার্শন ডাউনলোড করে নেয়া যাবে।

No comments:
Post a Comment