গতকাল ব্রডকম তাদের BCM70015 কৃষ্টাল এইচডি চিপ ঘোষনা করে। তারা জানিয়েছে এটা এডবি ফ্লাশ পেলয়ার ১০ এবং উইন্ডোজ মিডিয়া প্লেয়ার ১২ ব্যবহার করতে পারবে। এতে খুব উচু মানের ভিডিও দেখা যাবে।
ব্যবহারকারীদের জন্য আরেকটি পছন্দ হতে যাচ্ছে ইন্টেলের নতুন প্রসেসরের সাথে এনভিডিয়ার আয়ন চিপ। এর সাহায্যে সহজেই হাইডেফিনিশন ভিডিও দেখা যাবে। উল্লেখ করা যেতে পারে ভিডিও ওয়েব সাইট হুলু এবং ইউটিউব তাদের অধিকাংশ ভিডিও হাই ডেফিনিশনে পরিবর্তন করেছে। এছাড়া এনভিডিয়ার আরেকটি সুবিধে হচ্ছে এতে থ্রিডি গেম খেলা যাবে যা ব্রডকমে যায় না।
No comments:
Post a Comment