ইয়াহু জানিয়েছে খরচ কমাতে তারা বড়দিন থেকে নববর্ষ পর্যন্ত তাদের অফিস বন্ধ রাখবে। ২০০১ সালের পর এই প্রথমবারের মত তাদের আয় কমতির দিকে। সেকারনেই খরচ কমাতে হচ্ছে তাদের।এই প্রথমবারের মত ইয়াহু তাদের ১৩ হাজার ২০০ কর্মীকে ছুটি দিচ্ছে এবং এই ছুটির কারনে সেই সময়ে তারা বেতন-ভাতা পাবে না। শুধুমাত্র জরুরী কিছু লোক রেখে ২৫ ডিসেম্বর থেকে ১ জানুয়ারী পর্যন্ত অফিসের কাজ চালু রাখা হবে।
এবছর প্রথম ৯ মাসে তাদের আয় শতকরা ১২ ভাগ কমেছে এবং ২০০৮ থেকে এপর্যন্ত ইয়াহু ২০০ জন কর্মী ছাটাই করেছে।
উল্লেখ্য সাধারনভাবে সিলিকন ভ্যালীর অনেক কোম্পানীরই এই সময়ে বন্ধ থাকে।
No comments:
Post a Comment