আগামী বছর থেকে তারা এমন গাড়ি বাজারে আনছে যেখানে একটি ব্রডব্যান্ড মডেম ছাড়া অতিরিক্ত আর কিছুই প্রয়োজন হবে না। এতে ওয়াপ২ সিকিউরিটি ব্যবস্থা থাকবে যেন গাড়ির বাইরের কেউ কানেক্ট হতে না পারে।
ফোর্ড এবং মাইক্রোসফট একত্রে ফোর্ড সিংক নামে এই প্রযুক্তি তৈরী করেছে। এরফলে গাড়িতে থেকেই একজন বাইরের সমস্ত তথ্য জানার এবং সবধরনের ইলেকট্রনিক যোগাযোগের সুযোগ পাবে।
No comments:
Post a Comment