স্যামসাং এর নতুন ফোন এম-৫৬৫০ লিন্ডি হয়ত ততটা অবাক করবে না। আগের কমদামী করবি-কে আরেকটু উন্নত করে এই ফোন ছাড়া হয়েছে। আকারেও তারচেয়ে কিছুটা বড়। ক্যামেরা ২ মেগাপিক্সেল থেকে ৩ মেগাপিক্সেল করা হয়েছে। ভয়েস কল সুবিধা সহ থ্রিজি, ওয়াইফাই, এজ, জিপিআরএস ইত্যাদি কানেকটিভিটি রয়েছে এই ফোনে।আপাতত পর্তুগালে এটা বিক্রি হচ্ছে ১৪৯ ইউরো (২২১ ডলার) দামে। খুব শিগগীরই আমেরিকা, ইউরোপের অন্যান্য দেশ এবং এশিয়ায় বিক্রি শুরু হবে।
২.৮ ইঞ্চি ক্যাপাসিটিভ টাচস্ক্রিনের ডিসপ্লে সহ এই ফোনের ওজন ৯৮ গ্রাম। ইন্টারনাল মেমোরী ৫০ মেগাবাইট, ৮ গিগাবাইট পর্যন্ত মেমোরী কার্ড ব্যবহার করা যাবে। জিপিআরআস ক্লাশ ১০ (৩২-৪৮ কেবিপিএস), এজ ক্লাশ ১০ (২৩৬.৮ কেবিপিএস)। ৩.১৫ মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা। ব্যাটারীর এর ষ্ট্যান্ডবাইট টাইম ৩০০ ঘন্টা এবং টক টাইম ৩ ঘন্টা।

No comments:
Post a Comment