২০০৯ সালে মিউজিক ভিত্তিক ভিডিও গেমের ব্যবসা ভাল করেনি। ১৪০০ কোটি ডলার লাভের মুখ দেখেছে এই খাত। সবচেয়ে বেশি বিক্রি হয়েছে রক ব্যান্ড ২ এবং গিটার হিরো ওয়ার্ল্ড ট্যুর। মোট লাভের অর্ধেক গেছে এদের ভাগে। অন্যদের মধ্যে রয়েছে বিটলস : রক ব্যান্ড, গিটার হিরো ৫, ডিজে হিরো এবং ব্যান্ড হিরো। আরেকটি সম্ভাব্য হিট গেম গিটার হিরো : ভ্যান হেলেন বাজারে আসতে যাচ্ছে ২২ ডিসেম্বর।বাজার বিশ্লেষন করে বলা হচ্ছে বিক্রি আশাতীত হয়নি। বিটলস গেম বিক্রি হয়েছে ৮ লক্ষ, যেখানে ১০ লক্ষ আশা করা হয়েছিল। গিটার হিরো বিক্রি হয়েছে ৫ লক্ষ, যেখানে এর আগের গিটার হিরো ৩ গত দুবছরে বিক্রি হয়েছে ১৪ লক্ষ।
ডিজে হিরো অক্টোবরে রিলিজ হওয়ার কয়েকদিনের মধ্যে বিক্রি হয়েছে সোয়া লক্ষ। তাদের লক্ষমাত্রা ছিল ১৬ লক্ষ, এখন বলা হচ্ছে এবছর তাদের বিক্রির সংখ্যা দাড়াবে ৬ লক্ষের মত।
২০০৮ সালে এই ব্যবসা ছিল রমরমা। কেউ কেউ এখনি বলতে শুরু করেছেন এই ব্যবসা পড়তির দিকে। এবছর বিক্রিতে সবচেয়ে সাফল্য দেখেছে একশনধর্মী গেম কল অব ডিউটি।
No comments:
Post a Comment