December 24, 2009

মোবাইল ফোনের জন্য ফায়ারফক্স Fennec, the mobile Firefox


মজিলার ফায়ারফক্সে মোবাইল ফোনের সংস্করন ফেনেক রিলিজ হবে যে কোন দিন, এবছরের মধ্যেই। এটা কম্পিউটারের ফায়ারফক্সের অনুকরনে তৈরী। সার্চ করার পর ডেস্কটপ কম্পিউটারে যে ওয়েব পেজ দেখা যায় সেই ওয়েবপেজই একইভাবে দেখা যাবে।

এতে এ্যাড-অন ব্যবহার করা যাবে। এ্যাডব্লক, স্ক্রিপ্টমাংকি ইত্যাদি ব্যবহার করার সুযোগ থাকবে। হয়ত মোবাইল ফোনের জন্য বিশেষভাবে তৈরী এ্যাডঅনও পাওয়া যাবে। আপাতত নোকিয়া এন-৯০০ এর জন্য বাজারে ছাড়া হবে। আইফোন ব্যবহারকারীদের জন্য এখনই রিলিজ হচ্ছে না এটা নিশ্চিত।
ফেনেক তৈরীর কাজ চলছে গত দেড় বছর ধরে। ফেনেক নামটির সাথে যদি পরিচিতি না থাকে তাহলে জেনে নিন, এটা বিশেষ প্রজাতির ছোট আকারের শেয়াল।
আপনার এন-৯০০ থাকলে এখনই পরখ করে দেখতে পারেন। ডাউনলোড করুন এখান থেকে;

No comments:

Post a Comment