জিএসএম এর এই বিশেষ কোডের মাধ্যমে পৃথিবীর ৮০ ভাগ দেশে মোবাইল ফোনের কল এনক্রিপ্ট করা হয়। জিএসএম এসোসিয়েশন এর প্রতিক্রিয়ায় জানিয়েছে, এটা অবৈধ। সেইসাথে বলেছে সে হয়ত আসলে কোড ভাঙতে পারেনি।
জিএসএম কোড আসলে ৬৪ বিট বাইনারী কোড (এফাইভ/ওয়ান এলগরিদম নামে পরিচিত)। বর্তমানে নতুন ১২৮ বিট কোড (এ-ফাইভ/থ্রি এনক্রিপশন এলগরিদম) ব্যবহার শুরু হয়েছে। কিন্ত্র এখনো অধিকাংশ নেটওয়ার্ক আগের কোড ব্যবহার করে।
নোল নিজে এনক্রিপশন বিষয়ে পারদর্শী এবং যথেষ্ট খ্যাতি রয়েছে তার। কম্পিউটার বিজ্ঞানে তার পিএইচডি ডিগ্রী রয়েছে। এবছর আগের দিকে বাড়িতে ব্যবহৃত কর্ডলেস ফোনের নিরাপত্তার ত্রুটি বের করেন তিনি।
No comments:
Post a Comment