এটা মুলত তাদের কম্পিউটারে ব্যবহৃত সফটওয়্যারের ছোট সংস্করন। মোবাইল ফোনেই ইনষ্টল করা থাকবে। বর্তমান ব্যবস্থায় কম্পিউটার থেকে অনুবাদ করিয়ে আনতে অতিরিক্ত যে খরচ হয় সেটা কমবে এবং কাজও দ্রুত হবে। হাজার হাজার প্রতিশব্দ থেকে সঠিক শব্দ খুজে বের করতে সক্ষম এই সফটওয়্যার।
সফটওয়্যারটিকে মোবাইল ফোনের উপযোগি করতে তোসিবাকে যথেষ্ট শ্রম দিতে হয়েছে। মোবাইল ফোন কম্পিউটারের মত শক্তিশালী না। এছাড়া যায়গার স্বল্পতার কথাও বিবেচনায় রাখতে হয়েছে। এর নমুনা দেখানো হয়েছে ১ গিগাহার্টজ ক্যালকম প্রসেসরের টিজি-০১ ফোনে, উইন্ডোজ মোবাইল অপারেটিং সিষ্টেমে। কাজে কোন সমস্যা পাওয়া যায়নি।
একে সহজেই পরিবর্তন করে এন্ড্রয়েড অপারেটিং সিষ্টেমে কিংবা আইফোনে ব্যবহার করা যাবে। তবে তোসিবা ভবিষ্যত পরিকল্পনার কথা জানায়নি।
No comments:
Post a Comment