December 17, 2009

কোরেলের থ্রিডি ব্লু-রে সফটওয়্যার Corel 3D Blu-ray playback software


থ্রিডি ভিডিও প্রযুক্তি নিয়ে কাজ এগিয়ে চলেছে দ্রুতগতিতে। থ্রিডি টিভি, কম্পিউটার মনিটর, ল্যাপটপ ইত্যাদির কথা শোনা যাচ্ছে। কম্পিউটারে থ্রিডি ভিডিও দেখার জন্য হার্ডওয়্যারই একমাত্র বিবেচ্য বিষয় না, এজন্য সফটওয়্যারও প্রয়োজন। এনিয়ে কাজ করছে কোরেল কর্পোরেশন। ব্লু-রে ভিডিও দেখার জন্য তাদের উইনডিভিডি এখনই সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার। একে থ্রিডি দেখার উপযোগি করতে তারা কাজ করছে এনভিডিয়ার সাথে।
বর্তমানেইব্লু-রে ভিডিও এডিটিং এবং প্লেব্যাকের ক্ষেত্রে কোরেল অনেক বড় নাম। এনভিডিয়ার গ্রাফিক্স প্রসেসর এবং কোরেলের সফটওয়্যার, একসাথে হোম থিয়েটারের ধারনা পাল্টে দেবে বলে বলা হচ্ছে। বর্তমানে সফটওয়্যারের প্রোটোটাইপ দেয়া হয়েছে যারা এই প্রকল্পের সাথে জরিত তাদেরকে। আগামী কনজুমার ইলেকট্রনিক্স শোতে এটা দেখানো হতে পারে। সেক্ষেত্রে আগামী বছর কোন একসময় সেটা বাজারে আসবে।

No comments:

Post a Comment