১৭ ডিসেম্বর সন্ধ্যায় জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট টুইটার বন্ধ হয়ে গিয়েছিল। বলা হচ্ছে আসলে সাইটটি হ্যাক করা হয়েছিল। বন্ধ হওয়ার ঠিক আগ মুহুর্তে একটি মেসেজ পাওয়া যায় যার বক্তব্য ইরান সাইবার আর্মি সাইটটি হ্যাক করেছে। এরপর টুইটারের ষ্ট্যাটাস ব্লগও বন্ধ হয়ে যায়।
এর আগেও টুইটারের জন্য এমন ঘটনা ঘটেছে। এবছর জানুয়ারিতে সিএনএন উপস্থাপক রিক স্পেন্সারের ফিড হ্যাক করে। পাশওয়ার্ড চুরির জন্য প্রায়শই টুইটার হ্যাক করা হয়।
টুইটার তাদের ব্যবহারকারীদের এবিষয়ে শতর্ক করে তাদের হোমপেজে একটি বার্তা প্রকাশ করেছে।
No comments:
Post a Comment