স্যামসাং এর এই ক্যামেরাকে ১৪ মেগাপিক্সেলের আরেকটি ক্যামেরা হিসেবে দেখলে ভুল হবারই সম্ভাবনা। এতে রয়েছে জিপিএস, ওয়াই-ফাই, ব্লু-টুথ। এর মোশান ডিটেকটর নিজে থেকে ষ্টিল থেকে মুভি মোড কিংবা মুভি মোড থেকে ষ্টিল মোডে যেতে পারে। অপটিক্যাল ইমেজ ষ্ট্যাবিলাইজেশন সহ এই ক্যামেরা ৭২০পি হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করবে।এখনও আনুষ্ঠানিকভাবে এর ঘোষনা দেয়া হয়নি। ধরে নেয়া হচ্ছে আগামী কনজুমার ইলেকট্রনিক্স শো (৭-১১ জানুয়ারী) তে এটা হাজির করা হবে। যে কারনে ক্যামেরার বিস্তারিত এখনও জানা যায়নি। যা জানা গেছে তা হচ্ছে এতে লেন্স ৭এক্স অপটিক্যাল জুম  স্নাইডার-ক্রুজনাচ লেন্স ব্যবহার করা হয়েছে। এর ডিসপ্লে টাচস্ক্রিন। সেখানে ছবি এডিট করা যাবে। ষ্টোরেজ হিসেবে ১০০ মেগাবাইট ইন্টারনাল মোমোরী ছাড়াও মাইক্রোএসডিএইচসি কার্ড ব্যবহার করা যাবে।
No comments:
Post a Comment