ল্যাপটপ ব্যবহারকারীদের কাছে নেটবুক পছন্দ দুটি কারনে। প্রথমত দাম কম, দ্বিতীয়ত ওজন কম। সহজে বয়ে বেড়ানো যায়। দুটির মধ্যে কোনটি আপনার পছন্দ সেটা অবশ্যই আপনার বিষয়। ইচ্ছে করলে ওজনের বিষয়টিকে গুরুত্ব দিতে পারেন। সেক্ষেত্রে সনির নতুন এই নেটবুক আপনার জন্য। কার্বন ফাইবার দিয়ে তৈরী এই নেটবুকের ওজন মাত্র ১.৬ পাউন্ড। সনি বলছে আকারে বিশ্বের সবচেয়ে পাতলা, সবচেয়ে হালকা।নেটবুকটি দেখতে আকর্ষনীয়। ষ্টোরেজ হিসেবে এসএসডি ব্যবহার করা হয়েছে। আপনার নিশ্চয়ই জানা এগুলির দাম সাধারন হার্ডডিস্কের তুলনায় বেশি, সুবিধে হচ্ছে শক্তি খরচ কম। ব্যাটারী ব্যবহারের সময় অধিক সময় কাজ করবে। সাধারনভাবে ৩ ঘন্টা, তবে বিশেষ ব্যাটারী ব্যবহার করে ১৭ ঘন্টা কাজ করা সম্ভব। অন্যান্য নেটবুকের মত এতে ইন্টেলের এটম প্রসেসর ব্যবহার করা হয়েছে। এসডি মেমোরী কার্ড স্লট রয়েছে। ইন্টারনেটের জন্য ওয়াই-ফাই রয়েছে। এছাড়া ইথারনেট জ্যাক রয়েছে। এছাড়া জিপিএস হার্ডওয়্যার এবং ইনষ্টল করা সফটওয়্যার থাকবে।
১১.১ ইঞ্চি এই নেটবুকের দামটাই যা একটু বেশি। ৬৪ গিগাবাইট এসএসডি সহ ১৩০০ ডলার। সাধারন নেটবুক থেকে প্রায় চার গুন।
No comments:
Post a Comment