নেটবুকটি দেখতে আকর্ষনীয়। ষ্টোরেজ হিসেবে এসএসডি ব্যবহার করা হয়েছে। আপনার নিশ্চয়ই জানা এগুলির দাম সাধারন হার্ডডিস্কের তুলনায় বেশি, সুবিধে হচ্ছে শক্তি খরচ কম। ব্যাটারী ব্যবহারের সময় অধিক সময় কাজ করবে। সাধারনভাবে ৩ ঘন্টা, তবে বিশেষ ব্যাটারী ব্যবহার করে ১৭ ঘন্টা কাজ করা সম্ভব। অন্যান্য নেটবুকের মত এতে ইন্টেলের এটম প্রসেসর ব্যবহার করা হয়েছে। এসডি মেমোরী কার্ড স্লট রয়েছে। ইন্টারনেটের জন্য ওয়াই-ফাই রয়েছে। এছাড়া ইথারনেট জ্যাক রয়েছে। এছাড়া জিপিএস হার্ডওয়্যার এবং ইনষ্টল করা সফটওয়্যার থাকবে।
১১.১ ইঞ্চি এই নেটবুকের দামটাই যা একটু বেশি। ৬৪ গিগাবাইট এসএসডি সহ ১৩০০ ডলার। সাধারন নেটবুক থেকে প্রায় চার গুন।
No comments:
Post a Comment