গত সেপ্টেম্বরে সনি প্লেষ্টেশনের অল্পদামী, পাতলা সংস্করন বাজারে ছাড়ে। প্রথম সপ্তাহে এটা বিক্রি হয় ১,৫২,০০০টি। নতুন এই সংস্করন বাজারে ছাড়ার পর সনির ভাগ্যে চাকা ঘুরতে শুরু করেছে। গত ৩ মাসের বিক্রি ক্ষতিতে চলা প্লে-ষ্টেশনকে লাভের দিকে নিয়ে যাচ্ছে। এদিকে গেমটি প্রথম ৪ দিনে বিক্রি হয়েছে ১৫ লক্ষ।
সনি নিজেও প্লে-ষ্টেশনে নতুন নতুন সুবিধে যোগ করছে। এরসাথে মুভি রেন্টাল নামে ব্যবস্থা যোগ করা হয়েছে। আগামীতে টিভি শো সহ অন্যান্য সুবিধে যোগ করা হচ্ছে। সফটওয়্যার আপডেট করে এর মাধ্যমে ব্লু-রে থেকে থ্রিডি দেখার ব্যবস্থাও করা হচ্ছে।
সনির মুল প্রতিদ্বন্দি নিনটেনডোর অবস্থান ২ নম্বরে। তাদের নিউ সুপার মারিও বস গেম বিক্রি হয়েছে ৫,৬৭,৮৯০ কপি আর গেম কনসোল বিক্রি হয়েছে ১,৯১,৯১৫টি।
জাপানের দেশজুড়ে ৩০০০ খুচরা বিক্রেতার কাছ থেকে এই তথ্য সংগ্রহ করে প্রকাশ করা হয়েছে।
No comments:
Post a Comment