আমাজনের বিক্রি করা ই-বুক গুলি তাদের বিশেষ রিডার ছাড়াও আইফোন এবং আইপড টাচে পড়া যায়। বর্তমানের তাদের ষ্টকে প্রায় ৪ লক্ষ ই-বুক রয়েছে বিক্রির জন্য। আমাজন তাদের বিক্রির সংখ্যা প্রকাশ করেনি। অটোবরে ফরেষ্টার রিসার্চ জানিয়েছিল আমেরিকার বইয়ের বাজারের ৬০ ভাগ তাদের দখলে। সনি রিডারের দখলে ৩৫ ভাগ।
সনি রিডার ছাড়াও কিন্ডলের নতুন আরেকজন প্রতিদ্দন্তি এসেছে বাজারে। বার্নেস এন্ড নোবল এর তৈরী নুক নামের ই-বুক রিডার বাজারে ছাড়া হয়েছে। তবে তাদের পক্ষ থেকে বলা হয়েছে তাদের তৈরী নুকের সবগুলিই বিক্রি হয়ে গেছে বড়দিনের একমাস আগে। জানুয়ারীর আগে নতুন করে বাজারে আসার সম্ভাবনা নেই।
ফরেষ্টারের গবেষনায় উল্লেখ করা হয়েছে এবছর আমেরিকায় ৩০ লক্ষ ই-বুক রিডার বিক্রি হবে। এই পরিমান আগের উল্লেখ করা পরিমানের ১০ লক্ষ বেশি। আগামী বছর এই সংখ্যা বেড়ে ৬০ লক্ষে পৌছুবে।
No comments:
Post a Comment