এর ডিসপ্লে ১১.৬ ইঞ্চি ওয়াইডস্ক্রিন। এএমডির ভিশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এতে। এএমডি এথলন ৬৪ এক্সটু ডুয়াল কোর প্রসেসর রয়েছে, সাথে এটিআই রেডঅন এইচডি ৩২০০ গ্রাফিক্স। ৪ গিগাবাইট ডিডিআরটু ৬৬৭ মেগাহার্টজ সিষ্টেম মেমোরী। সেইসাথে পাতলা গড়ন। ওজন মাত্র ৩.৩১ পাউন্ড। চেহারা দেখে ফর্মূলা ওয়ানের কথা মনে পড়বে। এমনকি এখান থেকে সহজে ফেরারী ওয়েবসাইটে যাওয়ার এবং রেসিং ক্যালেন্ডার-ওয়ালপেপার ডাউনলোডের ব্যবস্থাও রাখা হয়েছে।
কানেকটিভির জন্য এতে ওয়াইফাই রয়েছে। এসার কৃষ্টাল আই ওয়েবক্যাম হাই কোয়ালিটি ভিডিও চ্যাট এবং ভিওআইপ ব্যবহারের উপযোগি। টাচপ্যাড ব্যবহার করে স্ক্রল, জুম ইত্যাদি করা যাবে।
Acer Ferrari One FO200-1799 নোটবুকের দাম ৫৯৯.৯৯ ডলার।
No comments:
Post a Comment