অনেকে মনে করেন মাইক্রোসফট তাদের সার্চ ইঞ্জিনের নাম রাখতে চেয়েছিল বিংগো। একসময় শেষের একটি অক্ষর বাদ দিয়ে বিং রাখা হয়েছে। এবার সেই নাম নিয়েই বিপত্তির মুখে পড়েছে তারা। বিং ইনফরমেশন ডিজাইন নামে একটি প্রতিষ্ঠান (সেন্ট সুইস বিং) তাদের নামে মামলা ঠুকেছে। তাদের দাবী বিং তাদের কোম্পানীর নাম এবং এটা ব্যবহারের অধিকার একমাত্র তাদের।
মামলায় বলা হয়েছে মাইক্রোসফট সেন্ট লুইস বিং সম্পর্কে জানত। এখন তাদের উচিত তাদের বিং এবং মাইক্রোসফটের বিং এর পার্থক্য তুলে ধরার প্রচারের সমস্ত খরচ দেয়া।
No comments:
Post a Comment