December 20, 2009

আইফোন গেম নির্মাতার মাসে বিক্রি ১০ লক্ষ ডলার Small iPhone developer Tapulous sees big success


আইফোনের জন্য গেম তৈরীর ছোট্ট প্রতিষ্ঠান টাপুলাস, যার কর্মীসংখ্যা ২০ জনের কম। তারা জানাচ্ছে তাদের আয় মাসে ১০ লক্ষ ডলার ছাড়িয়ে গেছে। তাদের তৈরী ট্যাপ ট্যাপ রিভেঞ্জ গেম ২ কোটির বেশি বিক্রি হয়েছে। কদিন আগে গবেষনা প্রতিস্ঠান কমস্কোর জানিয়েছিল গেমটি এপলের এক তৃতিয়াংশ ফোনে ইনষ্টল করা হয়েছে।
টাপুলাস জানিয়েছে তাদের ব্যবসা লাভজনক, তবে বিক্রির বিস্তারিত তথ্য তারা প্রকাশ করেনি। টাপুলাসের প্রধান বলেছেন তারা আগামী দিনে আরো প্রবৃদ্ধির আশা করছেন। উদাহরন হিসেবে তিনি অন্যান্য গেম নির্মাতা জিংগা, প্লেফিস, প্লেডোম ইত্যাদির ইল্লেখ করেন। কদিন আগে প্লেফিসকে ২৭ কোটি ৫০ লক্ষ ডলারে কিনেছে ইলেকট্রনিক আর্টস।
টাবুলাসের আয় আসে কিছু গেম বিক্রি করে, কিছু বিজ্ঞাপন থেকে এবং কিছু আসে গেমের মাধ্যমে গান বিক্রি করে।

No comments:

Post a Comment