December 19, 2009

বাজার করতে রোবট Japanese robot helps out with shopping


মানুষের আকৃতির একটি রোবটকে জাপানের কিয়োটো শহরে বাজার করতে সাথে নেয়া হয়েছে। ৬৭ বছর বয়স্ক একজন মহিলা তাকে সাথে নিয়ে বাজারে যান, রোবট তাকে কোন জিনিষ ভাল, কি কিনতে হবে এবিষয়য়ে পরামর্শ দেয়। জাপানের এডভান্সড টেলিকম্যুনিকেশনস রিসার্চ ইনষ্টিটিউট ইন্টারন্যাশনাল এর তৈরী এই রোবটের নাম রোবোভাই ২।
একটি সুপামর্কেটে রোবোভাই এর কেনাকাটা করার ভিডিও প্রকাশ করা হয়েছে ইন্টারনেটে। যেখানে সে ভদ্রমহিলাকে বলছে যে ফলটা কেনা হয়েছে সেটা ভাল। সালাদের জন্য তার লেটুস কেনা উচিত, ইত্যাদি।
এটিআর বিভিন্ন কাজের জন্য রোবট তৈরী নিয়ে কাজ করছে। যার মধ্যে রয়েছে ভীড়ের মধ্যে কেউ হারিয়ে গেলে সেটা লক্ষ্য করা। তবে বেশিরভাগই হবি রোবট নামে পরিচিত সাধারন সঙ্গি।

No comments:

Post a Comment