১০টি বড় চিপ নির্মাতার মধ্যে মাত্র তিনজন লাভের মুখ দেখেছে। এদের মধ্যে দুজন মেমোরী চিপ তৈরী করে, স্যামসাং এবং হাইনিক্স। তৃতীয় প্রতিষ্ঠান ক্যালকম এর লাভ বেড়েছে ০.৪ ভাগ। আর ক্ষতির তালিকায় রয়েছে ইন্টেল সহ অন্যরা। ২০০৯ সালে ইন্টেলের আয় প্রায় ২০০ কোটি ডলার কমেছে। তারপরও চিপ নির্মাতাদের শীর্ষস্থান তারই। গত ১৮ বছর ধরে তারা শীর্ষে অবস্থান করছে। মোট বাজারের ১৪.২ ভাগ তাদের দখলে।
দ্বিতীয় স্থানে থাকা স্যামসাং সবচেয়ে ভাল ব্যবসা করেছে। তাদের বাৎসরিক প্রবৃদ্ধি ২.৭ ভাগ এবং বিক্রির পরিমানা ১৭৮০ কোটি ডলার। তৃতীয় স্থানে থাকা তোসিবার লাভ ৮ ভাগ কমেছে। তাদের বিক্রির পরিমান ৯৭০ কোটি ডলার।
No comments:
Post a Comment