২.৬ ইঞ্চি টাচস্ক্রিনের এই সেটে দুটি সিম ব্যবহার করা যাবে। এর প্রজেক্টর ব্যবহার করে ৩৪ ইঞ্চি থেকে ৬৪ ইঞ্চি পর্যন্ত প্রজেকশন ব্যবহার করা যাবে। ১২০০ মিলিএম্পিয়ার আওয়ার ব্যাটারী ব্যবহার করে অন্তত দুঘন্টা কাজ চালানো যাবে।
এতে ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, পিডিএফ ভিউয়ার রয়েছে। ছবি উঠানোর জন্য ৩ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ভিডিও কলের জন্য রয়েছে ১ মেগাপিক্সেল সেকেন্ডারী ক্যামেরা। ব্যাটারীর টক টাইম ৩ ঘন্টা, ষ্ট্যান্ডবাই ২৫০ ঘন্টা। এছাড়া এতে কম্পোজিট এবং ভিজিএ ইনপুটের ব্যবস্থাও রয়েছে।
লজিক বোল্ট ১.৫ এর দাম ৪৭৫ ডলার এবং লজিক বোল্ট ১.০ এর দাম ৩৯৯ ডলার। দুইয়ের মধ্যে পার্থক্য মুলত ব্যাটারীর কর্মক্ষমতার।
No comments:
Post a Comment