February 28, 2011

কমদামে ট্যাবলেট পিসি : আর্কোস অর্নোভা

আর্কোস কমদামের ট্যাবলেট তৈরীর জন্য এরই মধ্যে পরিচিতি লাভ করেছে। তারা দামকে আরো কমিয়ে একেবারে অবিশ্বাস্য পর্যায়ে এনেছে তাদের অর্নোভা ৮ এবং ১০ এর মাধ্যমে। দাম যথাক্রমে ১৫০ ডলার এবং ২০০ ডলার।

গুগলে আবারো সমস্যা : জিমেইল থেকে তথ্য উধাও

লক্ষাধিক জিমেইল ব্যবহারকারী তাদের ইমেইল ব্যবহার করতে গিয়ে চমকে উঠেছেন, তাদের একাউন্ট শুন্য। আদান-প্রদান করা মেইল, ঠিকানা, চ্যাট সবকিছু হারিয়ে গেছে। এমনকি নতুন একাউন্ট তৈরী করলে যে ওয়েলকাম মেসেজ পাওয়া যায় সেটি পর্যন্ত নেই।
গুগল এর ব্যাখ্যা দিয়ে বলছে একটি ত্রুটির কারনে এটা ঘটেছে। তাদের হিসেবে মোট ব্যবহারকারীর ০.০৮ ভাগ ব্যবহারকারী এই সমস্যার শিকার হয়েছেন।

February 27, 2011

গুগলের ক্রোম ব্রাউজার কাজ করবে অপারেটিং সিষ্টেমের মত

গুগল জানিয়েছে তাদের ব্রাউজার ক্রোম আগামী ভার্শন অপারেটিং সিষ্টেমের মত কাজ করবে। এটা ব্যবহার করে ব্যাকগ্রাউন্ডে অন্য সফটঅয়্যার চালানো যাবে। আগামী কয়েক বছরের মধ্যে এই ব্রাউজার অপারেটিং সিষ্টেমের মত কাজ করতে সক্ষম হবে।

February 26, 2011

মোবাইল ইন্টারনেটে এপল দ্রুততম

মোবাইল ফোনে যদি দ্রুত ইন্টারনেট ব্রাউজ করতে চান তাহলে এপলের আইফোন কিংবা আইপ্যাড সেরা। গোমেজ নামের একটি কোম্পানী তাদের গবেষনা থেকে এটাই পেয়েছে। এপলের সাফারি ব্রাউজার কাজ করে সবচেয়ে দ্রুত, আর ব্লাকবেরী ব্রাউজার সবচেয়ে ধীরগতির।
গোমেজের তথ্য অনুযায়ী আইপ্যাডে গড়ে ৮.৪ সেকেন্ডে একটি পেজ লোড হয়। আইফোনে সময় নেয় ১৯.৭ সেকেন্ড, এন্ড্রয়েড সময় নেয় ৩৬.৫ সেকেন্ড এবং ব্লাকবেরি সময় নেয় ৬১ সেকেন্ড।

গুগল সার্চ থেকে নিম্নমানের সাইট বাদ পড়ছে

গুগল তাদের সার্চ ইঞ্জিনে পরিবর্তন এনেছে। এর ফলে তাদের ভাষায় লো-কোয়ালিটি সাইটগুলি সার্চ রেজাল্ট থেকে বাদ পড়বে। সার্চ র‌্যাংকিংএ ভাল সাইটকে প্রাধান্য দেয়ার জন্য এটা করা হয়েছে বলে জানানো হয়েছে।

February 25, 2011

এপলের থান্ডারবোল্ট (লাইট পিক টেকনোলজি) প্রযুক্তি, সাথে হার্ডডিস্ক আনছে লা-সি

থান্ডারবোল্ট প্রযুক্তির খবর কি পেয়েছেন ? ইন্টেলের দেয়া নাম লাইট পিক টেকনোলজি। পিসিআই এক্সপ্রেসকে সরাসরি এক্সটারনাল ডিভাইস ব্যবহারের জন্য ব্যবহার করা। এতে ফায়ারঅয়্যার, ইউএসবি ইত্যাদি ডিভাইসও ব্যবহার করা যাবে। সেইসাথে এইচডিএমআই, ডিভিআই, ভিজিএ ইত্যাদি ডিসপ্লেও। একটিমাত্র কেবল ব্যবহার করেই। ডাটা ট্রান্সফার রেট ১০ গিগাবিট/সে।

ব্লাডপ্রেসার মাপার নতুন নিখুত পদ্ধতি

ব্লাডপ্রেসার মাপার একটি পদ্ধতির সাথেই আমরা পরিচিত। যন্ত্রের একটি ফোলানো অংশ বাহুর সাথে লাগানো এবং সাথে ষ্টেথোস্কোপ ব্যবহার। কারনটিও যুক্তিসংগত। অনেকের মতে বাহুতে প্রেসারের মাপ পাওয়া যায় সরাসরি হার্টের থেকে বেশি। শতবছরের বেশি সময় ধরে এই পদ্ধতি চলে আসলেও এর বিকল্প পাওয়া যায়নি। কিন্তু যে হার্টের জন্য এটা জানা প্রয়োজন সেখানে যদি মাপার ব্যবস্থা করা যায় তাহলে নিশ্চয়ই ভাল হয়। এধরনের একটি যন্ত্রই তৈরী করা হয়েছে।

ব্লাডপ্রেসার মাপার নতুন নিখুত পদ্ধতি


ব্লাডপ্রেসার মাপার একটি পদ্ধতির সাথেই আমরা পরিচিত। যন্ত্রের একটি ফোলানো অংশ বাহুর সাথে লাগানো এবং সাথে ষ্টেথোস্কোপ ব্যবহার। কারনটিও যুক্তিসংগত। অনেকের মতে বাহুতে প্রেসারের মাপ পাওয়া যায় সরাসরি হার্টের থেকে বেশি। শতবছরের বেশি সময় ধরে এই পদ্ধতি চলে আসলেও এর বিকল্প পাওয়া যায়নি। কিন্তু যে হার্টের জন্য এটা জানা প্রয়োজন সেখানে যদি মাপার ব্যবস্থা করা যায় তাহলে নিশ্চয়ই ভাল হয়। এধরনের একটি যন্ত্রই তৈরী করা হয়েছে।
এর নাম দেয়া হয়েছে CASPro। এটা দিয়ে সেন্ট্রাল অরটিক সিষ্টোলিক প্রেসার মাপা হয়। রোগিকে আগের পদ্ধতির মতই ফোলানো আবরন পড়ানো হয় বাহুতে। একটি অয়ারলেস সেন্সর লাগানো হয় কব্জিতে কাছে, যেখানে পালস দেখা হয়।  ট্যাবলেট পিসির মত একটি কন্ট্রোল ডিভাইস ব্যবহার করে ডাটা বিশ্লেষন করা হয়। এরফলে বাহুতে যে অতিরিক্ত রক্তচাপ পাওয়া যায় সেটা বাদ নিয়ে নিখুত চাপ জানা যায়।
বলা হচ্ছে এই যন্ত্র ব্যবহার বর্তমান ব্যবস্থার থেকে সহজ এবং ব্যবহারকারীও স্বাচ্ছন্দ বোধ করেন। যদিও সময় একটু বেশি প্রয়োজন হয়। সাধারনভাবে সব যায়গায় ব্যবহারের আগে স্বাভাবিক প্রেসারের তথ্য নিয়ে আরো কাজ করার আছে।
এর নির্মাতা লাইকেষ্টার ইউনিভার্সিটির প্রফেসর ব্রায়ান উইলিয়ামস বলছেন, এটা আগের ব্যবস্থাকে রাতারাতি বাদ দিতে যাচ্ছে না। এনিয়ে আরো কাজ করার আছে। সেটাই ঠিক করবে বিশেষ অবস্থায় কিংবা বিশেষ ব্যক্তির ক্ষেত্রে কোন ব্যবস্থা সবচেয়ে ভাল।

February 24, 2011

ইমেজ বিষয়ে সব কাজের জন্য এক সফটঅয়্যার, আসাম্পু ফটো কমান্ডার

ইমেজ ম্যানেজমেন্ট, অপটিমাইজেশন, এডিটিং, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন এসব কাজ যদি এক সফটঅয়্যার দিয়ে করতে চান তাহলে আসাম্পু ফটো কমান্ডার হতে পারে আপনার সমাধান। এর সবশেষ ভার্শন ৯ রিলিজ দেয়া হয়েছে। উইন্ডোজ এক্সপি, ভিসতা কিংবা ৭ সব ভার্শনে চলবে এই সফটঅয়্যার।
প্রথমত এর ব্যবহার খুবই সহজ। কুইক ফিক্স ব্যবহার করে খুব সহজে ছবির সমস্যা দুর করতে পারেন। একবার ক্লিক করেই রেড আই রিমোভ করা যাবে। আনশার্প মাস্ক, মিনিয়েচার ইফেক্ট, ব্লার ইফেক্ট ইত্যাদির সাথে টেক্সট ব্যবহারের সুযোগ, কোলাজ কিংবা স্লাইড শো তৈরী, এইচটিএমএল এলবাম তৈরী সবকিছুই রয়েছে এতে।

February 23, 2011

বারার্ড-লুকাস পেট ফটোগ্রাফি প্রতিযোগিতা

বারার্ড-লুকাস ফটোগ্রাফি নতুন একটি ফটোগ্রাফি প্রতিযোগিতার কথা জানিয়েছে। প্রতিযোগিতায় পোষা প্রানীর ছবি পাঠাতে হবে। বিশ্বের যে কোন যায়গা থেকে যে কেউ এতে অংশ নিতে পারেন। অংশগ্রহনের জন্য কোন ফি নেই। একজন সর্বোচ্চ ৩টি ছবি পাঠাতে পারেন। ছবি পাঠানোর শেষ সময় ১১ মে, ২০১১। পুরস্কারের মধ্যে রয়েছে ক্যানন ইওস ৬০ডি ক্যামেরা।

কোরেল ভিডিও ষ্টুডিও প্রো নতুন ভার্শন ১৪

একসময় ইউলিড ভিডিও ষ্টুডিও নামে পরিচিত অত্যন্ত জনপ্রিয় ভিডিও এডিটিং সফটঅয়্যার বর্তমানের কোরেল ভিডিও ষ্টুডিও প্রো। এর নতুন ভার্শন ১৪ রিলিজ দিয়েছে কোরেল। শক্তিশালি অথচ অত্যন্ত সহজ ভিডিও এডিটিং থেকে শুরু করে ডিভিডি-ব্লুরে কিংবা ইন্টারনেট ভিডিও তৈরী সবকিছুই করা যাবে এক সফটঅয়্যারের ভেতর থেকে।
খুব সহজে ভিডিও ক্যাপচার, এডিট, ইফেক্ট কিংবা ট্রানজিশন ব্যবহার ছাড়াও নতুন কিছু ফিচার যোগ করা হয়েছে যার ফলে ২ডি ভিডিওকে সহজে ৩ডি এর মত দেখা যাবে। আর কাজ দ্রুত করার জন্য ইন্টেলের দ্বিতীয় প্রজন্মের কোর প্রসেসর, এএমডির ফিউসন প্রসেসর, জিপিইউ এক্সিলারেশন ইত্যাদিকে পুরোপুরি কাজে লাগানোর ব্যবস্থা আনা হয়েছে।

মোবাইল ফোন ব্যবহারে মস্তিস্কে পরিবর্তন হয়

৫০ মিনিট মোবাইল ফোনে কথা বললে মস্তিস্কের কোষে পরিবর্তন হয়, বিশেষ করে যে অংশ এন্টেনার সবচেয়ে কাছে থাকে। শিকাগোর ন্যাশনাল ইনষ্টিটিউট অব হেলথ এর বিজ্ঞানীরা একথা জানিয়েছেন তাদের গবেষনা থেকে।
এই পরিবর্তনে কতটুকু ক্ষতি হয়, আদৌ ক্ষতি হয় কিনা সেকথা নির্দিষ্ট করে বলা হয়নি। ফোন ব্যবহারের সাথে ব্রেন ক্যান্সারের সম্পর্ক আছে এধরনের সিদ্ধান্ত তারা নিতে যাচ্ছেন না। তবে তারা নিশ্চিত হয়েছেন মোবাইল ফোন ব্যবহারে গ্লুকোজ মেটাবলিজম বৃদ্ধি পায়। এককথায়, মোবাইল ফোনের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনে মানুষের মস্তিস্কে পরিবর্তন হয়।

February 22, 2011

গুগল ক্রোম ১০ বেটা

গুগল তাদের ব্রাউজার ক্রোম এর নুতন ভার্শন ১০ (১০.০.৬৪৮.৮২) এর বেটা রিলিজ দিয়েছে। এর সবচেয়ে উল্লেখযোগ্য সংযোজন হচ্ছে জাভাস্ক্রিপ্টে আগের থেকে ভাল পারফরমেন্স। গুগলের কথা অনুযায়ী ভি৮ ইঞ্জিন ৬৬ ভাগ দ্রুততার সাথে কাজ করবে। এছাড়া এতে ভিডিওর জন্য জিপিইউ এক্সিলারেশন রয়েছে। ফলে যারা ফুলস্ক্রিন ভিডিও দেখতে আগ্রহি তারা প্রসেসরের ওপর থেকে ৮০ ভাগ পর্যন্ত চাপ কমাতে পারেন।

নতুন কয়েকটি থিংকপ্যাড ল্যাপটপ আনছে লেনোভো

ইন্টেলের নতুন প্রসেসর ব্যবহার করে নতুন কয়েকটি ল্যাপটপ আনতে যাচ্ছে লেনোভো।  টি, এল এবং ডব্লিউ সিরিজের এই ল্যাপটপগুলি  বাজারে আসবে মার্চেই।
নতুন এই ল্যাপটপগুলিতে ইন্টেলের ২০১১ সালের চিপ ব্যবহার করা হবে। সাথে এনভিডিয়া কিংবা এটিআই গ্রাফিক্স প্রসেসরর অপশন থাকবে। উন্নতমানের ভিওআইপ ফিচার থাকবে। এমনকি এদের একটিতে ৩০ ঘন্টা কাজ করতে সক্ষম ব্যাটারী থাকবে।

আসুসের ২৪ ইঞ্চি মনিটর গ্রাফিক ডিজাইনারদের প্রয়োজন মেটাবে

গ্রাফিক ডিজাইনার, ভিডিও এডিটর কিংবা এনিমেটরদের কাছে একটি বড় চ্যালেঞ্জ সঠিক রঙ দেখাতে সক্ষম মনিটর। আসুসের নতুন ২৪.১ ইঞ্চি এলসিডি মনিটর পিএ২৪৬কিউ সেই প্রয়োজন মেটাতে পারে। এতে শতকরা ৯৮ ভাগ নিখুত এডবি আরজিবি পাওয়া যাবে। ফুল হাই ডেফিনিশন (১৯২০-১২০০) রেজ্যুলুশনের এই মনিটরের দাম ৫০০ ডলার।
অন্যান্য সুবিধের বিচারে এটা সাধারন মনিটর থেকে অনেক বেশি কিছু। ভিজিএ ছাড়াও ডিভিআই/এইচডিএমআই ইনপুট, দুটি ইউএসবি পোর্ট, বিল্টইন ৭ইন১ কার্ড রিডার এসব রয়েছে এতে। টিল্ট/স্যুইভাল ষ্ট্যান্ড ছাড়াও দেয়ালে ঝুলিয়ে ব্যবহার করা যাবে।

নিক এর এইচডিআর ইফেক্স প্রো

নিখুত রং এবং আলোছায়ার সুবিধে পেতে সহায়তা করায় হাই ডায়নামিক রেঞ্জ সংক্ষেপে এইচডিআর ফটোগ্রাফি বর্তমানে অত্যন্ত জনপ্রিয়। নিক সফটঅয়্যার একাজের জন্য এইচডিআর ইফেক্স প্রো নামে নতুন একটি সফটঅয়্যারের বাজারে এনেছে। এর সাহায্যে ফটোগ্রাফাররা খুব সহজে এইচডিআর এর সব সুবিধে ব্যবহারের সুযোগ পাবেন।
ফটোশপ, লাইটরুম কিংবা এপারচারের প্লাগইন হিসেবে এই সফটঅয়্যার পাওয়া যাবে। দাম ১৬০ ডলার।

এবছর নতুন ৫টি এনএক্স লেন্স আনছে স্যামসাং

স্যামসাং তাদের এনএক্স সিরিজের মাইক্রো ফোর থার্ড ক্যামেরার ৫টি নতুন লেন্স বাজারে আনার কথা জানিয়েছে। ষ্টান্ডার্ড, পোর্ট্রেট, টেলিফটো জুম সব ধরনের লেন্স রয়েছে এই তালিকায়। এবছরই এগুলি বাজারে আনবে তারা।
অপটিক্যাল ইমেজ ষ্ট্যাবিলাইজেশন সহ টেলিফটো জুম ১৮-২০০মিমি  বাজারে আসবে মে মাসে। ১৬মিমি আলট্রা ওয়াইড লেন্স বাজারে আসবে জুলাই মাসে। ৬০ মিমি ম্যাক্রো লেন্স পাওয়া যাবে আগষ্টে। ৮৫ মিমি পোর্ট্রেট লেন্স পাওয়া যাবে অক্টোবরে এবং ১৬-৮০ মিমি ষ্ট্যান্ডার্ড জুম লেন্স পাওয়া যাবে ডিসেম্বরে।

ওবামা এবং গুগলের কাছে বিনামুল্যের ইন্টারনেটের আবেদন

কিউবার লোকসংগীত শিল্পী সিলভিও রডরিগেজ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং গুগল প্রধানের কাছে উন্নয়নশীল দেশে বিনামুল্যে ইন্টারনেট সেবা দেয়ার আহ্বান জানিয়েছেন। তার ব্লগে তিনি লিখেছেন, এটা অত্যন্ত সহজ-সরল বক্তব্য। এর ফলে অসম বিশ্ব থেকে অনেক সমস্যা দুর হতে পারে। কাজেই ইন্টারনেটের নিয়ন্ত্রক এবং মার্কিন প্রেসিডেন্টের একটি স্যাটেলাইটের ব্যবস্থা করে উন্নয়নশীল দেশগুলিতে বিনামুল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ করে দেয়া উচিত।

ফায়ারফক্সে বিনামুল্যের বিজনেস প্লাগইন

যারা ব্যবসার সাথে জড়িত তাদের কাছে মোজিলা ফায়ারফক্স অত্যন্ত জনপ্রিয় ব্রাউজার। বলাহয় এর সামর্থ্যের খুব কমই ব্যবহার করা হয়। তারপরও, প্লাগইন যোগ করে একে আরো শক্তিশালি করা যায়। এখানে এধরনের ৩টি প্লাগইনের উল্লেখ করা হচ্ছে।
এগুলি ফায়ারফক্সের ভেতর থেকেই ইনষ্টল করা যায়। টুল মেনু থেকে এড-অন ম্যানেজার ব্যবহার করে যে কোন সময় ইনষ্টল করে নিতে পারেন এই প্লাগইন।

February 21, 2011

হাত নাড়লেই চলবে প্যানাসনিক এইচভি২০০ টিভি

প্যানাসনিকের এই টিভি চালানোর জন্য কাছে গিয়ে বোতাম টিপতে হবে না, টাচস্ক্রিন ব্যবহার করতে হবে না, এমনকি রিমোট টিপতে হবে না। হাতের ইশারাতেই নিয়ন্ত্রন করা যাবে এই টিভি। ৬০০ ডলার দামের ডিএমপি-এইচভি২০০ নামের ডিজিটাল টিভি বিক্রি শুরু হয়েছে জাপানে।
১০২৪-৬০০ পিক্সেলের ছোট আকারের এই এলসিডি টিভির সাথে ওয়াইফাই, এসডিএক্সসি মেমোরী কার্ড কিংবা ইউএসবি ডিভাইস ব্যবহারের সুযোগ রয়েছে। কিংবা একে যদি আরো বড় টিভির সাথে সংযোগ দিতে চান সেজন্য এইচডিএমআই পোর্টও রয়েছে বিভি৩০০ ভার্শনে। এর দাম ১০০০ ডলার।
টিভির ডিসপ্লে ১০ ইঞ্চি।

মেয়ের নাম ফেসবুক

মিসরের জামাল ইব্রাহিম তার সম্প্রতি জন্ম নেয়া প্রথম মেয়ের নাম রেখেছেন ফেসবুক। সাম্প্রতিক গনআন্দোলনে ফেসবুক সোস্যাল নেটওয়ার্কের ভুমিকাকে স্রদ্ধা জানাতে এটা করা হয়েছে ধরে নিতে পারেন। ১৮ দিনের এই আন্দোলনে ৩০ বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট হোসনি মোবারককে ক্ষমতাচ্যুত করা হয়।

ধর্ম এবং মহাকাশবিজ্ঞান একসাথে

ধর্মের সাথে মহাকাবিজ্ঞানের বিরোধ পুরনো। দুরবীন তৈরীর পর গ্যালীলিও বলেছিলেন সুর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, আর এজন্য শাস্তি পেতে হয়েছিল তাকে। ব্রুনোকে আগুনে পুড়িয়ে মারা হয়েছিল একই অপরাধে। সেই ইতালিতেই ভ্যাটিকান হাত মেলাচ্ছে মহাকাশ বিজ্ঞানের দিকে। ইতালিয়ান স্পেস এজেন্সির সাথে যৌথভাবে একটি ওয়েবসাইট পরিচালনা করছে তারা।

গেমার হিসেবে চাকরী

কম্পিউটার গেম কারো কাছে শুধু কৌতুহলের বিষয়, মাঝে মধ্যে দেখেন। কেউ মাঝেমধ্যে খেলেন। আর কারো কাছে সেটাই মুল বিষয়। সমস্ত চিন্তা এবং পুরো সময়টাই ব্যয় হয় এতে। এধরনের গেমারদের জন্য খবর হচ্ছে আজকাল গেমার হিসেবেও ফুলটাইম চাকরী পাওয়া যায়।

February 20, 2011

আমেরিকায় আরো উন্নত গণিত এবং বিজ্ঞান শিক্ষা প্রয়োজন : ওবামার বক্তব্য

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন বিশ্বে প্রতিযোগিতার জন্য আমেরিকায় আরো উন্নত গণিত এবং বিজ্ঞান শিক্ষার প্রয়োজন। এজন্য বেসরকারী প্রতিস্ঠানকে আরো জোরালো পদক্ষেপ রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
গত সপ্তাহে ইন্টেল পরিদর্শনের সময় তিনি তার সাপ্তাহিক রেডিও এবং ইন্টারনেট ভাষন রেকর্ড করেন। সেখানে তিনি ইন্টেলের প্রশংসা করে আগামী ১০ বছরে গণিত এবং বিজ্ঞান শিক্ষায় তাদের ৩০ কোটি ডলার ব্যয়ের পরিকল্পনার কথা উল্লেখ করেন। একে উদাহরন হিসেবে উল্লেখ করে তিনি বলেন কিভাবে আমেরিকা একইসাথে নিজের লাভ এবং দেশ গড়ার কাজ করছে।

নোকিয়া উইন্ডোজ মোবাইল পাওয়া যাবে কমদামেই

নোকিয়া এবং মাইক্রোসফট যখন একসাথে কাজ করার ঘোষনা দিয়েছে এবং নোকিয়া সিমবিয়ানের যায়গায় উইন্ডোজ ব্যবহার করতে যাচ্ছে সেখানে অনেকেরই মনে প্রশ্ন, নোকিয়া কি পারবে কমদামে মোবাইল সেট বিক্রি করতে। বিনামুল্যের সিমবিয়ানের বদলে যখন উইন্ডোজের জন্য টাকা খরচ করতে হবে তখন এটা স্বাভাবিক প্রশ্ন। নোকিয়ার প্রধান এক সাক্ষাতকারে নিশ্চয়তা দিয়েছেন অল্পদিনের মধ্যেই তারা কমদামের উইন্ডোজ ফোন আনবেন। এর ডিজাইন কনসেপ্টও প্রকাশ পেয়েছে ইন্টারনেটে।

February 19, 2011

আন্দোলনের ফল হিসেবে এবার লিবিয়ায় ইন্টারনেট বন্ধ

তিউনিসিয়ার পর মিসর, দুদেশে আন্দোলনে সরকারের পতনের পর তা ছড়িয়ে পরেছে আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। বিশেষ করে আলজিরিয়া এবং লিবিয়ায় আন্দোলন ক্রমেই জোরালো হচ্ছে। সহিংসতা বাড়ছে। এরই প্রেক্ষিতে লিবিয়ার প্রধান আইএসপি ইন্টারনেট বন্ধ করতে শুরু করেছে। তাদের আগে মিসরেও একাজ করা হয়েছিল।

মোবাইল মেলা পরিনত হয়েছে ট্যাবলেট মেলায়

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস নামের বিশ্বের সবচেয়ে বড় মোবাইল প্রযুক্তির মেলা এবছর পরিনত হয়েছে ট্যাবলেট মেলায়। মোবাইল ফোনে নতুনত্ব এসেছে যতটা তারথেকে বেশি এসেছে ট্যাবলেটে। দুটি নতুন অপারেটিং সিষ্টেমের ট্যাবলেট দেখা গেছে, ওয়েবওএস এবং টাচপ্যাড। উইন্ডোজ ৭ ভিত্তিক ট্যাবলেট দেখা গেছে বেশকিছু। প্রায় সবগুলি বড় নির্মাতা তাদের ট্যাবলেট এনেছে। এক নজরে দেখে নেয়া যাক সেগুলি।
কথামত স্যামসাং ঘোষনা করেছে গ্যালাক্সি ট্যাব ১০.১। ১০.১ ইঞ্চি এন্ড্রয়েড ৩.০ হানিকম্বের এই ট্যাবলেটে রয়েছে টেগরা ২, হাই ডেফিনিশন ভিডিওসহ ৮ মেগাপিক্সেল ক্যামেরা, ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, পুরুত্ব ১০.৯ মিমি।

February 18, 2011

হার্ট লকারের পক্ষ থেকে আমেরিকা জুড়ে কপিরাইট মামলা

গতবছর অস্কারের সেরা ছবি হার্ট লকারের অবৈধ কপি ব্যবহারের বিরুদ্ধে মামলা পরিচালনা করছে ডানল্যাপ, গ্রুব এন্ড ওয়েবার। তারা নির্দিষ্টভাবে ৩ জনের বিরুদ্ধে মামলা করা ছাড়াও আমেরিকা জুড়ে তাদের মামলার পরিধি বাড়াচ্ছে। মুলত ফার ক্রাই এবং হার্ট লকার এর অবৈধ কপি ইন্টারনেটে ছড়ানোর বিরুদ্ধে কাজ করছে তারা।

ফটোগ্রাফারদের ষ্টুডিও লাইটিং শেখার ডিভিডি

স্নাপ ফ্যাক্টরীর প্রফেশনাল ফটোগ্রাফার এবং প্রশিক্ষক মার্ক ওয়ালেস সহজে ষ্টুডিও লাইটিং শেখার সুযোগ করে দিতে ২ ডিভিডির একটি সেট তৈরী করেছেন। ষ্টুডিও লাইটিং এসন্সিয়াল ফর পোর্ট্রেট ফটোগ্রাফি নামের এই টিউটোরিয়াল লাইটের দিক, স্যাডো, লাইটের প্রোপার্টি, প্রয়োজনীয় যন্ত্রপাতি, ৩ লাইট সেট-আপ, মিটারিং, কালার থিওরি, হোয়াইট ব্যালান্স, কালার ম্যানেজমেন্ট, ক্যালিব্রেশন ইত্যাদি বিষয় শেখানো হয়েছে।

ষ্ট্যানফোর্ড প্রযুক্তি বর্তমান ওয়াফাইয়ের গতি দ্বিগুন করতে পারে

ষ্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এমন এক ধরনের পদ্ধতি বের করেছেন যা ব্যবহার করে বর্তমানের ওয়াইফাইয়ের গতি দ্বিগুন করা সম্ভব। অয়্যারলেস অপারেটররা তাদের বর্তমান চ্যানেল ব্যবহার করেই দ্বিগুন গতি পাবেন এই ব্যবস্থায়।
এখন পর্যন্ত অয়্যারলেস ব্যবস্থায় নির্দিষ্ট চ্যানেলে ধারাবাহিক ট্রান্সমিট এবং রিসিভ কাজে কিছু সীমাবদ্ধতার সম্মুখিন হতে হয়। গত সেপ্টেম্বরে ষ্ট্যানফোর্ডের গবেষকরা জানান তারা এন্টেনা ক্যানসেলেশন নামে এক পদ্ধতি বের করেছেন যা ব্যবহার করে ফুল ডুপ্লেক্স সংযোগ ব্যবহার করা যাবে।

আমেরিকায় শতকরা ১০ জনের দ্রুতগতির ইন্টারনেট নেই

সরকারীভাবে জানানো হয়েছে আমেরিকায় শতকরা ১০ জন পর্যন্ত ব্যবহারকারীর দ্রুতগতির ইন্টারনেট সংযোগ নেই। ফলে তাদের ভাষায় সাধারন কাজ করতে পারেন না। এই কাজের মধ্যে রয়েছে অনলাইনে ভিডিও দেখা, টেলিকনফারেন্সিং ইত্যাদি। দুই তৃতিয়াংশ স্কুলে যে ব্রডব্যান্ড সংযোগ রয়েছে তা তাদের প্রয়োজনের তুলনায় ধীরগতির।

February 17, 2011

যন্ত্রের কাছে হেরে যাচ্ছে মানুষ

প্রথমবার গানিতিক হিসেবের কাজে মানুষ হার মেনেছিল ক্যালকুলেটরের কাছে। এরপর কারখানায়, দুর্গম যায়গায় মানুষ পিছিয়ে পরেছে যন্ত্রের কাছে। এমনকি দাবা খেলায়ও। এবার প্রশ্নোত্তর প্রতিযোগিতায় মানুষ হেরে গেছে ওয়াটসন নামের এক কম্পিউটারের কাছে।
আইবিএম এর তৈরী বিশাল এই কম্পিউটার ৩ দিনের এক টিভি শো প্রতিযোগিতায় সেরা স্থান লাভ করে। কম্পিউটার আয় করে ৭৭,১৪৭ ডলার। বিপরীতে অন্য দুজন প্রতিযোগি কেন জেনিংস এবং ব্রাড রুটার আয় করেন যথাক্রমে ২৪,০০০ এবং ২১,৬০০ ডলার। উল্লেখ করা যেতে পারে জেপার্ডি নামের এই প্রতিযোগিতায় এমন প্রশ্ন করা হয় যার উত্তর আগের তথ্য থেকে দেয়া যায় না, বুদ্ধি খাটাতে হয়। সত্যিকার অর্থেই কম্পিউটার মানুষের মত চিন্তা করে উত্তর দিয়েছে।

ট্যাবলেটের প্রতিযোগিতায় টাচ প্যানেলের সংকট তৈরী করছে এপল

বলা হয় ফ্লাশ মেমোরী ভিত্তিক আইপডের যুগে মেমোরীর সংকট তৈরী করেছিল এপল। ট্যাবলেটের প্রতিযোগিতায় সেই একই পদ্ধতি প্রয়োগ করছে বলে অভিযোগ উঠেছে। ডিজিটাইমস জানাচ্ছে বিশ্বব্যাপি টাচ প্যানেলের ৬০ ভাগ তারা একাই কিনে নিচ্ছে। অন্যদের প্রতিযোগিতা করতে হচ্ছে সেগুলির জন্য।

February 16, 2011

সনির ৯.৪ ইঞ্চি হানিকম্ব ট্যাবলেট

এপলের আইপ্যাড বাজারে আসার পর থেকে বহু কোম্পানী ট্যাবলেট তৈরীর পথে গেছে। আর অন্যতম বৃহত ইলেকট্রনিক্স কোম্পানী সনি সেটা করবে না তা-কি হয়!
সনি তাদের ট্যাবলেটের প্রোটোটাইপ দেখিয়েছে। ৯.৪ ইঞ্চি ডিসপ্লের এই ট্যাবলেটে ব্যবহার করা হচ্ছে এন্ড্রয়েড সর্বশেষ ভার্শন ৩.০ (হানিকম্ব)। ট্যাবলেটের নাম এস১।

প্যানাসনিকের ৩টি ফুল-এইচডি ক্যামকোর্ডার

প্যানাসনিক ৩টি ফুল এইচডি ১৯২০-১০৮০ রেজ্যুলুশনের ক্যামকোর্ডার বাজারে আনছে। এদের মধ্যে রয়েছে ফুল ওয়াটারপ্রুফ এইচএক্স-ডব্লিউএ১০। অন্য মডেলদুটি হচ্ছে এইচএক্স-ডিসি১০ এবং এইচএক্স ডিসি১।
ডব্লিউএ-১০ মডেলে ১৬ মেগাপিক্সেল ষ্টিল ছবি উঠানো যাবে। এতে রয়েছে ব্যাকসাইড ইল্যুমিনেটেড সেন্সর। এমপি৪ ফরম্যাটের ভিডিওকে সরাসরি ইন্টারনেটে ব্যবহার করা যাবে।
ডিসি-১০ মডেলেও ১৬ মেগাপিক্সেল ষ্টিল ছবি উঠানো যাবে। আর ডিসি-১ মডেলে ১৪ মেগাপিক্সেল।

সাধারন ব্যবহারকারীদের জন্য এভিড ভিডিও এডিটিং সফটঅয়্যার এভিড ষ্টুডিও এবং পিনাকল ষ্টুডিও ১৫

এভিড প্রফেশনাল ভিডিও এডিটিং সফটঅয়্যার তৈরী করার জন্যই পরিচিত। অনেকে স্পষ্ট করেই বলেন, অন্য ভিডিও এডিটিং যেখানে কাজ শেষ করে এভিড সেখানে শুরু করে। হলিউডের অধিকাংশ মুভি তৈরী করা হয় এদের সফটঅয়্যার ব্যবহার করে। তারা সাধারন ব্যবহারকারীদের জন্য এভিড ষ্টুডিও নামে একটি সফটঅয়্যার আনছে। সেইসাথে পিনাকল ষ্টুডিও সফটঅয়্যারের নতুন ভার্শন ১৫ ও আনছে তারা।

এইচটিসি ফেসবুক ফোন সালসা এবং চাচা

কয়েক সপ্তাহ ধরে গুজব ছিল এইচটিসি ফেসবুক ব্যবহারের উপযোগি ফোন আনছে। তারা পৃথক ফেসবুক বাটন সহ এন্ড্রয়েড অপারেটিং সিষ্টেমের দুটি ফোন সালসা এবং চাচা ঘোষনা দিয়েছে। সালসার স্ক্রিন ৩.৪ ইঞ্চি আর চাচা-র ২.৬ ইঞ্চি।
সালসাতে শুধুমাত্র টাচস্ক্রিন ব্যবহার করা যাবে। এর রেজ্যুলুশন ৪৮০-৩২০ পিক্সেল। আর চাচা-তে ফুল কিবোর্ড রয়েছে। এর রেজ্যুলুশনও ৪৮০-৩২০। দুটি ফোনেই ৫ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে এবং ভিডিও ফোনের জন্য সামনের দিকে ভিজিএ ক্যামেরা রয়েছে।

February 15, 2011

প্লেক্সটর ১২এক্স এক্সটারনাল ব্লুরে রাইটার

দ্রুততা যেখানে কথা সেখানে সমঝোতা নেই, এটাই জানাতে ১২এক্স এক্সটারনাল ব্লুরে রাইটার এনেছে প্লেক্সটর। ইউএসবি ৩.০ এবং ই-সাটা কানেকটিভিটির এই রাইটারে রয়েছে ইন-ডিভাইস ডিস্ক লেবেলিং প্রযুক্তি। অর্থাত একবারে মুল ডিস্কের মত পেশাদার কপি পাওয়া যাবে। সেইসাথে বার্ন এক্যুরেসি, কোয়ালিটি, ষ্ট্যাবিলিটি এবং ৮ মেগাবাইট বাফারের লো ভাইব্রেশন সিষ্টেম সুবিধে।
পিএক্স-এলবি৯৫০ইউই নামের এই রাইটারে সিংগেল লেয়ার রাইটিং স্পিড ১২এক্স, ডাবল লেয়ার ৮এক্স। বাড়ি অথবা ব্যবসা দুধরনের কাজে ব্যবহার করার কথা ভেবে এটা তৈরী। ডাবল লেয়ার এক ডিস্কে ৫০ গিগাবাইট পর্যন্ত রাইট করা যাবে, সিংগেল লেয়ারে ২৫ গিগাবাইট। ইউএসবি ৩.০ পোর্ট না থাকলে বর্তমানের ২.০ পোর্টেও ব্যবহার করা যাবে।

গতবছর ডিজিটাল ক্যামেরার বিক্রি অনুমানের থেকে বেশি

ক্যামেরা এন্ড ইমেজিং প্রোডাক্ট এসোসিয়েশন গতবছরের ডিজিটাল ক্যামেরা বিক্রির হিসেব প্রকাশ করেছে। ২০০৯ এর তুলনায় ২০১০ সালে বিক্রি বেড়েছে ১৪.৭ ভাগ, সংখ্যার হিসেবে বিক্রি হয়েছে ১২ কোটি ১৫ লক্ষ। ইন্টারচেঞ্জেবল লেন্স ক্যামেরা এর ১০.৬ ভাগ। এই পরিমান উল্লেখযোগ্য বৃদ্ধি পেলেও ফিক্সড লেন্স ক্যামেরার সাথে তুলনা চলে না ধরে নিতেই পারেন। বাকি ৮৯.৪ ভাগ এই দিকে।
আগের বছর বিক্রি ১১ ভাগ বৃদ্ধি পেয়ে নতুন রেকর্ড গড়েছিল। এবার বিক্রি সেই রেকর্ড ছাড়িয়ে গেছে।

February 14, 2011

ক্যালকম কোয়াড-কোর ২.৫ গিগাহার্টজ প্রসেসর

ক্যালকম পরবর্তী প্রজন্মের কোয়াড কোর প্রসেসর তৈরী করেছে। ২৮ ন্যানোমিটারের এই চীপে প্রতি কোরের জন্য ২.৫ গিগাহার্টজ পর্যন্ত স্পিড পাওয়া যাবে। ক্রাট কোডনেমের এই চীপ ওয়াইফাই, জিপিএস, ব্লুটুথ, এফএম, ষ্টেরিওস্কোপিক থ্রিডি ভিডিও/ইমেজ, ৪জি নেটওয়ার্ক (এলটিই) ইত্যাদি কাজ করবে। সেইসাথে বর্তমানের আরম ভিত্তিক প্রসেসর থেকে ৬৫ ভাগ কম শক্তি খরচ করবে এবং ১৫০ ভাগ পারফরমেন্স পাওয়া যাবে।

নোকিয়া এবং মাইক্রোসফট আনুষ্ঠানিকভাবে এপল-গুগলের বিপক্ষে

নোকিয়া এবং মাইক্রোসফট ঘোষনা করেছে নোকিয়ার সেটে আসছে উইন্ডোজ, বাদ পড়ছে সিমবিয়ান এবং মি-গো। কয়েকদিন আগেই তথ্য প্রকাশ পেয়েছিল এপলের আইফোন এবং গুগলের এন্ড্রয়েডের মোকাবেলা করতে তারা একসাথে হচ্ছে। তারই বহিপ্রকাশ এটা।
নোকিয়া তার ব্যবসাকে দুভাগে ভাগ করছে। একটি উইন্ডোজ ভিত্তিক স্মার্ট ডিভাইস, অপরটি সিরিজ ৪০ ভিত্তিক কমদামি সেটের মোবাইল ডিভাইস। পরেরটির এখনও বিশাল বাজার রয়েছে।

February 13, 2011

অয়্যারলেস প্রযুক্তিতে আগামীতে সেল টাওয়ার প্রয়োজন হবে না

গত ১ দশক ধরে সেল ফোনের ব্যবহার যেমন বেড়েছে তারসাথে পাল্লা দিয়ে বেড়েছে সেল টাওয়ারের সংখ্যা। অয়্যালেস প্রযুক্তি এখন ভবিষ্যতের দিকে দৃষ্টি দিচ্ছে। এমন কিছু এন্টেনা তৈরী করা হয়েছে যা আকারে ছোট, কোন কোনটি হাতের মুঠোয় ধরা যায়। এগুলি ল্যাম্পপোটের সাথে, এমনকি বাড়ির কোন অংশে। মুলত ইলেকট্রিসিটি এবং নেটওয়ার্ক কানেকশন আছে এমন যে কোন যায়গায়। বর্তমানের সেল টাওয়ারের প্রয়োজন মেটাবে এগুলি।
বার্সেলোনার বিশ্বের সবচেয়ে বড় মোবাইল মেলায় এধরনের প্রযুক্তি এনেছে অনেক বড় বড় কোম্পানী। এলকাটেল-লুসেন্ট একটি সেলুলার এন্টেনা দেখাচ্ছে যার আকার রুবিক কিউবের মত। এটি তৈরী হয়েছে বেল ল্যাবরেটরীতে। একে ব্যবহার করা যাবে বর্তমানের সেল টাওয়ারের বিকল্প হিসেবে।

স্যামসাং গ্যালাক্সি এস ২ এবং গ্যালাক্সি ট্যাব ২

স্যামসাং তাদের স্মার্টফোন গ্যালাক্সি এস এর নতুন ভার্শন ২ এবং ১০.১ ইঞ্চি ডিসপ্লের গ্যালাক্সি ট্যাব ২ এর আনুষ্ঠানিক ঘোষনা দিয়েছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস এ। গ্যালাক্সি এস ২ তে ৪.৩ ইঞ্চি ৮০০-৪৮০ সুপার এমোলেড প্লাস ডিসপ্লে রয়েছে। এছাড়া ১ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর, ব্লুটুথ ৩.০, ২৪মেগাবিট/সে এইচএসপিএ+ কানেকটিভিটি। এর পুরুত্ব ১০মিমি এর কম।

ইউএসবি অটোরান বন্ধ করার আপডেট

ভাইরাস ছড়ানোর জন্য ইউএসবি অটোরান ব্যবস্থা গত কয়েক বছর ধরে মানুষকে অনেক ভুগিয়েছে। ইউএসবি ডিভাইস কম্পিউটারের সাথে লাগানোর সাথেসাথেই ভাইরাসের আক্রমন ঘটেছে কম্পিউটারে। অবশেষে অটোরান বন্ধ করার আপডেট তৈরী করেছে মাইক্রোসফট।

February 12, 2011

৬ দিনের কম সময়ে ১৫ তলা হোটেল তৈরী

গত অলিম্পিকের সময় কিংবা সাংহাই ওয়ার্ল্ড এক্সপোতে স্থাপত্যবিদ্যায় বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল চীন। এবারে যা করেছে তা অবিশ্বাস্য। আর্ক হোটেল নামে ১৫ তলার একটি হোটেল ভবন তৈরী করা হয়েছে ৬ দিনের কম সময়ে। ২০০ জন কর্মী কাজ করেছে এর তৈরীতে। এর কাঠামো জোড়া দেয়া হয়েছে ৪৬.৫ ঘন্টায়। বাইরের অন্যান্য কাজ এবং ভেতরের কাজগুলি করা হয়েছে ৯০ ঘন্টায়।

February 11, 2011

ভিউসনিকের উইন্ডোজ-এন্ড্রয়েড ডুয়াল বুট ট্যাবলেট এবং ডুয়াল সিম ফোন

একেবারে ভিন্নস্বাদের একটি ট্যাবলেট আনছে ভিউসনিক। ভিউপ্যাড ১০ প্রো নামের ১০ ইঞ্চি ডিসপ্লের এই ট্যাবলেটে ইচ্ছে করলে এন্ড্রয়েড ২.২ অথবা উইন্ডোজ ৭ প্রফেশনাল থেকে বুট করে কাজ করা যাবে। এছাড়া এটা ইন্টেলের ওক ট্রেইল প্লাটফর্ম ব্যবহার করা প্রথম ট্যাবলেট। ১০২৪-৬০০ রেজ্যুলুশনের এলইডি ব্যাকলাইট ক্যাপাসিটিভ মাল্টিটাচ স্ক্রিন, বিল্টইন থ্রিজি, ওয়াইফাই, ব্লুটুথ সহ এই ট্যাবলেটের ব্যাটারী কাজ করবে ৬ ঘন্টা।

এপল কমদামী আইফোন তৈরী করছে

এপল তাদের পন্যের তথ্য এতটাই গোপন রাখে যে আনুষ্ঠানিক ঘোষনা দেয়ার আগে সে সম্পর্কে কিছুই জানা যায় না। কাজেই, একে আপাতত গুজব বলেই ধরে নেয়া যায়। গুজব হচ্ছে, তারা ছোট আকারের কমদামের আইফোন তৈরী করছে। এর আকার বর্তমান আইফোন ৪ এর ৩ ভাগের ২ ভাগ। কন্ট্রাক্ট ছাড়া এই সেটের দাম হবে ২০০ ডলার।
একটি সুত্র দাবী করেছে তারা এর প্রোটোটাইপ দেখেছে। এপলের ভেতর থেকে পাওয়া খবর হচ্ছে তারা তাদের প্রতিদ্বন্দি এন্ড্রয়েডের উত্থান নিয়ে চিন্তিত।

অলিম্পাস পকেট সুপারজুম ক্যামেরা ভিআর-৩২০

অলিম্পাস নতুন একটি পকেট সুপারজুম ক্যামেরার কথা জানিয়েছে। ছোট আকারের ১৪ মেগাপিক্সেল সিসিডি সেন্সরের এই ক্যামেরায় রয়েছে ১২.৫এক্স অপটিক্যাল জুম, ৩৫মিমি এর তুলনায় ২৪ থেকে ৩০০ মিমি ফোকাল লেন্থ পাওয়া যাবে। হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যাবে এই ক্যামেরায়। দাম ২০০ ডলার।

February 10, 2011

পশ্চিমা তেল কোম্পানীর সাইটে চীনা হ্যাকারের আক্রমন

পশ্চিমা তেল কোম্পানীর ওয়েবসাইটে আক্রমন করে গুরুত্বপুর্ন তথ্য চুরি করা হয়েছে। এর সুত্র খুজতে গিয়ে চীনকে শনাক্ত করা হয়েছে।
এন্টিভাইরাস নির্মাতা ম্যাকাফিআক্রান্ত কোম্পানীর নাম উল্লেখ না করে জানিয়েছে ২০০৯ সালের নভেম্বর থেকে  আক্রমন শুরু হয়। এরে মধ্যে রয়েছে আমেরিকা, তাইওয়ান, গ্রীস এবং কাজাখাস্তানের তেল এবং গ্যাস কোম্পানী। তাদের কাজের পদ্ধতি এবং টেন্ডার বিষয়ক তথ্য চুরি করা হয়েছে এভাবে।

ফুজিফিল্মের এক্স১০০ ক্যামেরা

ফুজিফিল্ম তাদের উচুমানের কম্প্যাক্ট ক্যামেরা এক্স১০০ এর বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। এসএলআর এর মত এপিএস-সি সিমস সেন্সরের এই ক্যামেরায় ১২.৩ মেগাপিক্সেল ২৩মিমি ফোকাল লেন্থের এফ২ ফুজিনন লেন্স থাকবে। এতে বিশ্বে প্রথমবারের মত ব্যবহার করা হচ্ছে হাইব্রিড ভিউফাইন্ডার। মার্চে ক্যামেরাটি বাজারে পাওয়া যাবে।
এর বিশেষ বৈশিষ্ট হচ্ছে এর ভিউফাইন্ডার। এসএলআর এর মত প্রিজম ব্যবহার করা হয়েছে এলসিডি-র জন্য। একে ইলেকট্রনিক ভিউফাইন্ডার হিসেবেও ব্যবহার করা যাবে। সেইসাথে বিশেষভাবে তৈরী এপিএস-সি সিমোস সেন্সর এসএলআর মানের ছাবি পেতে সাহায্য করবে। বিশাল আকারের এফ/২ এপারচার অল্প আলোতেও ছবি উঠাতে সক্ষম। ইমেজ প্রসেসর হিসেবে রয়েছে তাদের ইএক্সআর প্রযুক্তি।

ধর্ম পালনে আইফোন

সব ধর্মেই অপরাধ করতে মানা। যদি কোনভাবে করেই ফেলেন সেজন্য অনুতাপ করতে হয়। রোমান ক্যাথলিকদের এজন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। সপ্তাহে একদিন গির্জায় গিয়ে পাদ্রির কাছে অপরাধের কথা প্রকাশ করবেন। মানসিকভাবে এই পদ্ধতি অপরাধ থেকে দুরে থাকতে সাহায্য করে তাতে সন্দেহ নেই। আর সেকারনেই এতে আরো গতি আনার জন্য প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এখন আইফোন ব্যবহারকারীরা তাদের ফোন ব্যবহার করে যে কোন সময় এই স্বিকারোক্তির (কনফেসন) এর কাজ করতে পারবেন।

February 9, 2011

নাইকন সুপারজুম ক্যামেরা, ৩৬ এক্স জুম পি৫০০

নাইকন তাদের ক্যামেরাগুলিকে আপডেট করে নতুন মডেল ছাড়ার প্রক্রিয়ায় তাদের সবচেয়ে বেশি জুমের ক্যামেরা পি১০০ এর পরবর্তী মডেল পি৫০০ এর কথা জানিয়েছে। সেইসাথে পি৩০০ নামে আরেকটি ক্যামেরাও আনছে তারা।
প্রথমেই পি৫০০ এর কথা। বিশাল আকারের জুম ছাড়াও এই ক্যামেরায় রয়েছে ১২.১ মেগাপিক্সেল সিমোস সেন্সর, ১০৮০পি ফুল হাই ডেফিনিশন ভিডিও রেকর্ডিং, ৩২০০ আইএসও এবং ১১০০ মিলিএস্পিয়ারআওয়ার ব্যাটারী। এর ডিসপ্লে ৩ ইঞ্চি। দাম ৪০০ ডলার। বাজারে পাওয়া যাবে মার্চে।

কম্পিউটারের বিক্রিকে ছাড়িয়ে গেছে স্মার্টফোন

প্রথমবারের মত এপলের আইফোনের মত স্মার্টফোনের বিক্রি কম্পিউটারের বিক্রিকে ছাড়িয়ে গেছে। গবেষনা সংস্থা আইডিসি এই রিপোর্ট প্রকাশ করেছে।
নির্মাতারা গত বছরের শেষ ৩ মাসে স্মার্টফোন বিক্রি করেছেন ১০ কোটির বেশি। আগের বছরের তুলনায় এই পরিমান ৮৭ ভাগ বেশি। সেতুলনায় কম্পিউটারের বিক্রি কমেছে। শতকরা ৩ ভাগ কমে এই পরিমান দাড়িয়েছে ৯ কোটি ২১ লক্ষে।

নাইকনের নতুন দুটি লংজুম কুলপিক্স ক্যামেরা, এস৯১০০ এবং এল১২০

নাইকন দুটি নতুন লংজুম কম্প্যাক্ট ক্যামেরার ঘোষনা দিয়েছে। ছোট আকারের এস৯১০০ ক্যামেরায় রয়েছে ১৮এক্স অপটিক্যাল জুম। ১২ মেগাপিক্সেল ব্যাকলাইট ইল্যুমিনেটেড সিমোস সেন্সরের এই ক্যামেরায় আরো রয়েছে এক্সপিড সি২ ইমেজ প্রসেসর, ৩ ইঞ্চি ডিসপ্লে। এর দাম ৩৩০ ডলার।
অপর ক্যামেরা এল১২০ দেখতে অনেকটাই এসএলআরের মত। ১৪ মেগাপিক্সেল সিসিডি সেন্সরের এই ক্যামেরায় রয়েছে ২১এক্স অপটিক্যাল জুম, এক্সপিড সি২ ইমেজ প্রসেসর, ৩ ইঞ্চি এলসিডি ডিসপ্লে। এর দাম ২৮০ ডলার।

February 8, 2011

ক্যাননের ২০০-৪০০ মিমি টু-ইন-ওয়ান লেন্স

ফটোগ্রাফারদের সবসময় টেলিফটো লেন্স নিয়ে আক্ষেপ থেকেই যায়, যদি আরেকটু বেশি হত। যদি আরো দুরের ছবি উঠানো যেত। সেই আশা পুরন করতে ক্যানন বাজারে আনছে ২০০-৪০০মিমি সুপারজুম লেন্স। ৪০০ মিলিমিটারেও যদি প্রয়োজন না মেটে তাহলে একটি সুইট টিপেই একে পরিবর্তন করা যাবে ২৮০-৫৬০ মিমি লেন্সে। সেইসাথে রয়েছে সবসময় এফ/১.০ এবং ইমেজ ষ্ট্যাবিলাইজেশন।
টু-ইন-ওয়ান লেন্সের আরেকটি বড় সুবিধে অবশ্যই এই যে আপনাকে এক লেন্স খুলে আরেকটি লাগাতে হচ্ছে না, কিংবা দুটি লেন্স বয়ে বেড়াতে হচ্ছে না। কাজেই এটা একেবারে অভিনব এক ধারনা।

ক্যানন ডিজিটাল রেবেল টি৩আই/৬০০ ডি ক্যামেরা

ক্যানন তাদের জনপ্রিয় ডিজিটাল রেবেল এসএলআর ক্যামেরার নতুন মডেল এর ঘোষনা দিয়েছে। ডিজিটাল রেবেল টি৩আই (অন্যনাম ৬০০ডি) এর প্রধান বৈশিষ্টগুলির মধ্যে রয়েছে ভেরিয়েবল এঙ্গেল ডিসপ্লে, ১৮ মেগাপিক্সেল সেন্সর, ইন্টিগ্রেটেড স্ডিলাইট ট্রান্সমিটার এবং ক্রিয়েটিভ ফিল্টার। এগুলি তাদের তাদের আরো উন্নতমানের ক্যামেরা ৬০ডি থেকে নেয়া।
অন্যান্য বৈশিষ্টের মধ্যে রয়েছে টি২আই এর তুলনায় নতুন লেন্স (১৮-৫৫মিমি), আরো জেপেগ অপশন। আকারে কিছুটা বড় হলেও ওজনে কম। অন্যদিকে পরবর্তী লেভেল ক্যামেরা ৬০ডি এর সাথে পার্থক্য একেবারেই সামান্য। কন্টিনিউয়াস শ্যুটিং এর ক্ষেত্রে সেকেন্ডে ৫.৩  ফ্রেম এর তুলনায় ৩.৭ ফ্রেম, সাটার স্পিড ১/৮০০০ এর তুলনায় ১/৪০০০ এবং আইএসও ২৫৬০০ এর তুলনায় ১২৮০০।

স্যামসাং এর নতুন দুটি কমদামী ক্যামেরা

স্যামসাং নতুন দুটি কমদামী পয়েন্ট এন্ড শ্যুট ক্যামেরার ঘোষনা দিয়েছে। পিএল২০ এর দাম ১২০ ডলার, বিক্রি শুরু হবে মার্চে। আর ইএস৮০ এর দাম ১০০ ডলার, বাজারে পাওয়া যাবে এপ্রিলে।
পিএল২০ এর সেন্সর ১৪ মেগাপিক্সেল। ২৭মিমি ওয়াইড এঙ্গেলের সাথে ৫এক্স অপটিক্যাল জুম লেন্স।  এতে ৭২০পি হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যাবে।

ক্যানন পাওয়ারশট এসএক্স২৩০ এইচএস

ক্যানন তাদের এসএক্স২০০ সিরিজের নতুন মডেল এসএক্স২৩০ এইসএস এর ঘোষনা দিয়েছে। ১৪ এক্স অপটিক্যাল জুমের এই ক্যামেরায় যোগ করা হয়েছে ফুল হাই ডেফিনিশন ভিডিও রেকর্ডিং এবং বিল্টইন জিপিএস। এইচএস প্রযুক্তির এই ক্যামেরার সেন্সর ১২.১ মেগাপিক্সেল। বাজারে পাওয়া যাবে আগামী মাসেই।
অল্প আলোতে ভাল ছবি পাওয়ার জন্য এইচএস সিষ্টেমে ডিজিক ৪ প্রসেসরের সাথে হাই সেনসিটিভ সিমোস সেন্সর ব্যবহার করা হয়। এতে একদিকে হাই আইএসওর কারনে সৃষ্ট নয়েজ দুর করা যায় অন্যদিকে ক্যামেরার ডায়নামিক রেঞ্জ বৃদ্ধি পায়। আর জিপিএস ব্যবহার করে কোন ছবি কোথায় উঠানো হয়েছে সে তথ্য ব্যবহার করা যায়।

February 6, 2011

তোসিবার চশমা ছাড়া থ্রিডি টিভির চাহিদা কম

তোসিবা তাদের চশমা ছাড়া থ্রিডি টিভি বিক্রি শুরু করেছে। আপাতত শুধুমাত্র জাপানে বিক্রি হচ্ছে এগুলি। তুলনামুলক ছোট আকারের এই টিভি বিক্রি হচ্ছে তাদের ধারনার চেয়ে কম। ২০ এবং ১২ ইঞ্চি টিভির মধ্যে ২০ ইঞ্চি বিক্রি হয়েছে ৫০০টির মত, আর ১২ ইঞ্চি টিভি বিক্রি হয়েছে হাজারখানেক।
বিক্রি কম হওয়ার কারন বেশ কয়েকটি। প্রথমত দাম। ২০ ইঞ্চির দাম প্রায় ৩০০০ ডলারের কাছাকাছি। এছাড়া মানুষ এত ছোট আকারের টিভি এখন পছন্দ করে না। আর মানের বিষয়েও প্রশ্ন রয়েছে।

February 4, 2011

জেভিসি জিসি-পিএক্স-১ ক্যামেরা

জেভিসি এমাসেই নতুন একটি ক্যামেরা বিক্রি শুরু করতে যাচ্ছে যেখাতে সেকেন্ডে ৬০টি ছবি উঠানো যাবে। এতে ১০এক্স ৩৮.৫-৩৮৫ মিমি কনিকা মিনোল্টা লেন্স রয়েছে। ১০ মেগাপিক্সেল ব্যাক ইল্যুমিনেটেড সিমোস সেন্সর এর এই ক্যামেরায় ১০৮০পি ফুল হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যাবে।
অন্যান্য বিষয়ের মধ্যে রয়েছে ৩ ইঞ্চি টাচস্ক্রিন এলসিডি, ৬ গিগাবাইট ইন্টারনাল ষ্টোরেজ, আইএসও ৬৪০০ এবং ফুল ম্যানুয়েল কন্ট্রোল।
আপাতত এটি শুধুমাত্র জাপানে বিক্রি করা হবে।

February 3, 2011

স্যামসাং আই৯০০৩/গ্যালাক্সি এসএল এর আনুষ্ঠানিক ঘোষনা

গুজব থেকে আনুষ্ঠানিক ঘোষনায় পৌছেছে স্যামসাং এর নতুন মোবাইল হ্যান্ডসেট। একে আই৯০০৩ বলতে পারেন অথবা গ্যালাক্সি এসএল বলতে পারেন, এতে রয়েছে সুপার ক্লিয়ার ৪ ইঞ্চি এলসিডি স্ক্রিন। আর শুধু ডিসপ্লেতেই পরিবর্তন থেমে নেই, ভেতরেও রয়েছে।
এতে ইনষ্টল করা অবস্থায় রয়েছে এন্ড্রয়েড ফ্রোয়ো ২.২। এছাড়া আই৯০০০ এর হামিংবার্ডের পরিবর্তে ১ গিগাহার্টজ টিআই প্রসেসর। ইন্টারনাল মেমোরী ১৬ গিগাবাইট। এর কোন ৮ গিগাবাইট ভার্শন থাকবে না।
আই৯০০০ থেকে এটা কিছুটা লম্বা এবং পুরুত্ব কিছুটা বেশি। সেইসাথে ব্যাটারীর আকারও বড়। এতে ২জি মোডে ১৫ ঘন্টা, থ্রিজি মোডে ৭.৫ ঘন্টা টক টাইম এবং ৬১০ ঘন্টার ষ্ট্যান্ডবাই পাওয়া যাবে।

সার্চ নিয়ে গুগল-মাইক্রোসফট দ্বন্দ

গুগল খুব দ্রুত জনপ্রিয়তা লাভ করেছিল তার প্রধান কারন তাদের সার্চের ফল তখনকার প্রধান সার্চইঞ্জিন ইয়াহু সহ অন্যদের সার্চ রেজাল্টকে কপি করে ব্যবহার করত। গুগলের সাথে প্রতিদ্বন্দিতায় একই পথ ধরেছে মাইক্রোসফট। গুগল অভিযোগ করেছে, তারা প্রমান পেয়েছে মাইক্রোসফট তাদের সার্চ ইঞ্চি বিং এ গুগলের সার্চ রেজাল্ট ব্যবহার করছে।
গুগলের প্রকৌশলীরা বেশকিছুদিন ধরেই বিষয়টির দিকে নজর রাখছিলেন। মানুষ গুগলের কি সার্চ করে সেটা লক্ষ্য করে সার্চের ফলকে পরিবর্তন করা হচ্ছে। গুগলের সেরা ১০ সার্চ সেকারনেই বিং এর সেরা ১০ সার্চে পরিনত হয়েছে। এটা সম্ভব হতে পারে যদি দুজনেই একই পদ্ধতি ব্যবহার করে।

February 2, 2011

থ্রিডি ডিসপ্লে এবং রেকর্ডিং নিয়ে এলজি জি-স্লেট আসছে মার্চে

গত কনজুমার ইলেকট্রনিক্স শোতে এর ঘোষনা দেয়া হলেও এনিয়ে খুব বেশি কথা বলা হয়নি। আজ সেই জি-স্লেট এর নতুন তথ্য জানানো হয়েছে। এতে অন্য সবকিছুর মধ্যে রয়েছে ১ গিগাহার্টজ ডুয়াল-কোর টেগরা ২ প্রসেসর, ৩২ গিগাবাইট ইন্টারনাল ষ্টোরেজ, গাইরোস্কোপ এবং এক্সিলারোমিটার। বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে এতে ১০৮০পি থ্রিডি ভিডিও রেকর্ড করার জন্য ক্যামেরা রয়েছে।
থ্রিডি ক্যামেরাকে ৫ মেগাপিক্সেল ষ্টিল ক্যামেরা হিসেবে ব্যবহার করা যাবে। এছাড়া সামনের দিকে ভিডিও কলের জন্য ২ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। কানেকটিভিটি হিসেবে থাকবে থ্রিজি এবং ওয়াইফাই।

ইন্টারনেট এড্রেস সংকটে পড়ছে

যে হারে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে, কিংবা অন্যভাবে বললে যে হারে ইন্টারনেট ব্যবহারযোগ্য ডিভাইস বাড়ছে তাতে ইন্টারনেট এড্রেস ব্যবহারে সংকট তৈরী হতে যাচ্ছে। একে অনেকটা ফোন নাম্বারের সাথে তুলনা করা যেতে পারে। প্রতিটি ইন্টারনেট সংযোগের জন্য পৃথক একটি সংখ্যা দিয়ে নির্দিষ্ট করা হয়। এরফলেই একজনের ইমেইল আরেকজনের কাছে যায় না।

February 1, 2011

বিশ্বের প্রথম থ্রিডি মোবাইল ফোন আনছে এলজি

থ্রিডি সিনেমার পর টিভি, মনিটর-ল্যাপটপের ব্যবহারও চালু হয়েছে। বাকী রয়েছে মোবাইল ফোন। এ মাসেই বার্সেলোনায় শুরু হতে যাওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-এ থ্রিজি মোবাইল সেট এনে সেটা শুরু করতে যাচ্ছে এলজি। তাদের অপটিমাস ৩ডি সেটে বিশেষ চশমা ছাড়াই যেমন থ্রিডি ভিডিও দেখা যাবে তেমনি দুই লেন্স বিশিষ্ট ক্যামেরায় থ্রিডি ছবি এবং ভিডিও রেকর্ড করা যাবে।

বিশ্বের অর্ধেক মানুষ মোবাইল ফোন ব্যবহার করে, ইন্টারনেট ব্যবহার করে ২০০ কোটি

কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল ফোন এগুলি প্রাত্যহিক জীবনের অংশ। গত ১০ বছরের মোবাইল ফোন এবং ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ৫ গুন।
২০০০ সালে মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা ছিল ১০০ কোটি, ২০১০ সালে তা বেড়ে দাড়িয়েছে ৫০০ কোটিতে। এই তথ্য ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশনস ইউনিয়নের দেয়া। অবশ্য ৫০০ কোটি গ্রাহক বলতে ৫০০ কোটি ব্যবহারকারী বুঝায় না।

বাইডু-র অভাবনীয় লাভ

চীনের প্রধান সার্চ ইঞ্জি বাইডুর লাভ বছরের শেষ ৩ মাসে বেড়েছে ৩ গুন। ওয়াল ষ্ট্রিটের ধারনা থেকে এটা অনেক বেশি।
আমেরিকায় যেমন গুগলের একচ্ছত্র আধিপত্য তেমনি চীনে কর্তৃত্ব করছে বাইডু। এনালাইসিস ইন্টারনাশনালের হিসেবে চীনের সার্চে ৭৩ ভাগ করা হয় বাইডু থেকে। গুগল ব্যবহার হয় ২২ ভাগ।