অলিম্পাস নতুন একটি পকেট সুপারজুম ক্যামেরার কথা জানিয়েছে। ছোট আকারের ১৪ মেগাপিক্সেল সিসিডি সেন্সরের এই ক্যামেরায় রয়েছে ১২.৫এক্স অপটিক্যাল জুম, ৩৫মিমি এর তুলনায় ২৪ থেকে ৩০০ মিমি ফোকাল লেন্থ পাওয়া যাবে। হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যাবে এই ক্যামেরায়। দাম ২০০ ডলার।
এতে সেন্সর সিফট টাইপ ট্রু মেকানিক্যাল ইমেজ ষ্ট্যাবিলাইজেশন ব্যবস্থা রয়েছে ডুয়াল ইমেজ ষ্ট্যাবিলাইজেশনের অংশ হিসেবে। ৩ ইঞ্চি ৩২০-২৪০ পিক্সেল ডিসপ্লে। আইএসও ১০০ থেকে ১৬০০।
ক্যামেরায় ৩৩ মেগাবাইট ইন্টারনাল মেমোরী রয়েছে। সেইসাথে এসডি/এসডিএইচসি কার্ড ব্যবহার করা যাবে। তবে আরো নতুন এসডিএক্সসি কার্ড ব্যবহার করা যাবে না।
ক্যামেরাটি বিক্রি শুরু হবে মার্চে।
No comments:
Post a Comment