এপলের আইপ্যাড বাজারে আসার পর থেকে বহু কোম্পানী ট্যাবলেট তৈরীর পথে গেছে। আর অন্যতম বৃহত ইলেকট্রনিক্স কোম্পানী সনি সেটা করবে না তা-কি হয়!
সনি তাদের ট্যাবলেটের প্রোটোটাইপ দেখিয়েছে। ৯.৪ ইঞ্চি ডিসপ্লের এই ট্যাবলেটে ব্যবহার করা হচ্ছে এন্ড্রয়েড সর্বশেষ ভার্শন ৩.০ (হানিকম্ব)। ট্যাবলেটের নাম এস১।
সনির সফটঅয়্যার বিষয়ে দক্ষতা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেন। তারা জানিয়েছে ভাইও, রিডার, প্লেষ্টেশন এবং সনি এরিকশনের সমস্ত দক্ষতা কাজে লাগানো হবে এটা তৈরীতে। এতে সনির তিউজিক, গেম, ইবুক এবং ভিডিও অন ডিমান্ড সার্ভিস দেয়া হবে। প্রিলোডেড অবস্থায় প্লেষ্টেশন ১ গেম থাকবে। এছাড়া প্লেষ্টেশনের সাথে ব্যবহার করা যাবে একে।
এটা এখনও প্রোটোটাইপ পর্যায়ের। কাজেই কখন পাওয়া যাবে কিংবা দাম কত এসব প্রশ্ন করে লাভ নেই।
No comments:
Post a Comment