এভিড প্রফেশনাল ভিডিও এডিটিং সফটঅয়্যার তৈরী করার জন্যই পরিচিত। অনেকে স্পষ্ট করেই বলেন, অন্য ভিডিও এডিটিং যেখানে কাজ শেষ করে এভিড সেখানে শুরু করে। হলিউডের অধিকাংশ মুভি তৈরী করা হয় এদের সফটঅয়্যার ব্যবহার করে। তারা সাধারন ব্যবহারকারীদের জন্য এভিড ষ্টুডিও নামে একটি সফটঅয়্যার আনছে। সেইসাথে পিনাকল ষ্টুডিও সফটঅয়্যারের নতুন ভার্শন ১৫ ও আনছে তারা।
এভিড ষ্টুডিওর মুল বৈশিষ্ট হচ্ছে প্রফেশনাল সুবিধেগুলি সহজভাবে সকলের ব্যবহারের উপযোগি করা। তাদের ইন্টিগ্রেটেড মিডিয়া লাইব্রেরী, মিডিয়া এডিটর, অনেকগুলি প্লাগইন ছাড়াও এরসাথে রয়েছে ডিভিডি-ব্লুরে তৈরী ব্যবস্থা এবং উন্নতমানের ট্রেনিং ভিডিও।
পুরস্কার পাওয়া পিনাকল ষ্টুডিও ১৫ ভার্শনে আর্কাইভ/রিষ্টোর ফিচার, ইন্টেল প্রসেসর অপটিমাইজেশন, অনেকগুলি নতুন ফাইল ফরম্যাট ব্যবহারের সুযোগ ১৮০০ এর বেশি বিল্টইন ইফেক্ট, টাইটেল এবং ট্রানজিশন। পিনাকল ষ্টুডিও এইচডি আলটিমেট ভার্শনে এই ইফেক্টের সংখ্যা ২২০০। দাম যথাক্রমে ৫৯ ডলার এবং ১২৯ ডলার। আজ থেকেই এর বিক্রি শুরু হচ্ছে।
এভিড ষ্টুডিও বক্স ভার্শন ডাউনলোড করা যাবে ৮ মার্চ থেকে, বাজারে পাওয়া যাবে তার কিছুদিনের মধ্যেই। দাম ১৬৯ ডলার।
No comments:
Post a Comment