ষ্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এমন এক ধরনের পদ্ধতি বের করেছেন যা ব্যবহার করে বর্তমানের ওয়াইফাইয়ের গতি দ্বিগুন করা সম্ভব। অয়্যারলেস অপারেটররা তাদের বর্তমান চ্যানেল ব্যবহার করেই দ্বিগুন গতি পাবেন এই ব্যবস্থায়।
এখন পর্যন্ত অয়্যারলেস ব্যবস্থায় নির্দিষ্ট চ্যানেলে ধারাবাহিক ট্রান্সমিট এবং রিসিভ কাজে কিছু সীমাবদ্ধতার সম্মুখিন হতে হয়। গত সেপ্টেম্বরে ষ্ট্যানফোর্ডের গবেষকরা জানান তারা এন্টেনা ক্যানসেলেশন নামে এক পদ্ধতি বের করেছেন যা ব্যবহার করে ফুল ডুপ্লেক্স সংযোগ ব্যবহার করা যাবে।
একসাথে বহু ব্যক্তি কথা বললে যেমন তারমধ্যে থেকে নির্দিষ্ট কথা শোনা কঠিন হয়, বর্তমান রেডিও ব্যবস্থাকে তারসাথে তুলনা করেছেন তারা। বলছেন এরমধ্যে থেকে অপ্রয়োজনীয় সিগন্যাল বাদ দিয়ে শুধুমাত্র প্রয়োজনীয় সিগন্যাল ব্যবহার করছেন তারা।
এই পদ্ধতি বানিজ্যিকভাবে ব্যবহারযোগ্য। ৭ ইঞ্চি লম্বা এন্টেনার প্রোটোকল দেখানো হয়েছে গত সেপ্টেম্বরে। এটা ব্যবহার করে ল্যাপটপে সংযোগ দেয়া যাবে। এই পদ্ধতিকে আরো উন্নত করেছে তারা। বর্তমানের ৮০২.১১ সংযোগে এমনকি মোবাইল ফোনের সাথেও ব্যবহার করা যাবে।
No comments:
Post a Comment