গত কনজুমার ইলেকট্রনিক্স শোতে এর ঘোষনা দেয়া হলেও এনিয়ে খুব বেশি কথা বলা হয়নি। আজ সেই জি-স্লেট এর নতুন তথ্য জানানো হয়েছে। এতে অন্য সবকিছুর মধ্যে রয়েছে ১ গিগাহার্টজ ডুয়াল-কোর টেগরা ২ প্রসেসর, ৩২ গিগাবাইট ইন্টারনাল ষ্টোরেজ, গাইরোস্কোপ এবং এক্সিলারোমিটার। বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে এতে ১০৮০পি থ্রিডি ভিডিও রেকর্ড করার জন্য ক্যামেরা রয়েছে।
থ্রিডি ক্যামেরাকে ৫ মেগাপিক্সেল ষ্টিল ক্যামেরা হিসেবে ব্যবহার করা যাবে। এছাড়া সামনের দিকে ভিডিও কলের জন্য ২ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। কানেকটিভিটি হিসেবে থাকবে থ্রিজি এবং ওয়াইফাই।
জি-স্লেট এর ডিসপ্লে ৮.৯ ইঞ্চি। সরাসরি এখানে ভিডিও দেখা ছাড়াও টিভিতে দেখার জন্য এইচডিএমআই পোর্ট রয়েছে।
হানিকম্ব অপারেটিং সিষ্টেমের (এন্ড্রয়েড এর নতুন ভার্শন) এই ট্যাবলেট আমেরিকায় বিক্রি শুরু হবে মার্চে। দাম এখনো জানানো হয়নি।
No comments:
Post a Comment