একসময় ইউলিড ভিডিও ষ্টুডিও নামে পরিচিত অত্যন্ত জনপ্রিয় ভিডিও এডিটিং সফটঅয়্যার বর্তমানের কোরেল ভিডিও ষ্টুডিও প্রো। এর নতুন ভার্শন ১৪ রিলিজ দিয়েছে কোরেল। শক্তিশালি অথচ অত্যন্ত সহজ ভিডিও এডিটিং থেকে শুরু করে ডিভিডি-ব্লুরে কিংবা ইন্টারনেট ভিডিও তৈরী সবকিছুই করা যাবে এক সফটঅয়্যারের ভেতর থেকে।
খুব সহজে ভিডিও ক্যাপচার, এডিট, ইফেক্ট কিংবা ট্রানজিশন ব্যবহার ছাড়াও নতুন কিছু ফিচার যোগ করা হয়েছে যার ফলে ২ডি ভিডিওকে সহজে ৩ডি এর মত দেখা যাবে। আর কাজ দ্রুত করার জন্য ইন্টেলের দ্বিতীয় প্রজন্মের কোর প্রসেসর, এএমডির ফিউসন প্রসেসর, জিপিইউ এক্সিলারেশন ইত্যাদিকে পুরোপুরি কাজে লাগানোর ব্যবস্থা আনা হয়েছে।
নতুন যোগ করা ফিচারের মধ্যে রয়েছে ষ্টপ মোশন এনিমেশন, স্পিড/টাইম ল্যাপস, থ্রিডি এক্সপোর্ট, ওয়ার্কস্পেস কাষ্টমাইশেন, প্রসেসর অপটিমাইজেশন, ইমপোর্ট/এক্সপোর্ট মুভি টেম্পলেট ইত্যাদি।
সফটঅয়্যারের সাথে ভিডিও টিউটোরিয়াল রয়েছে। এর দাম ১০০ ডলার। তাদের ওয়েবসাইট থেকে ট্রায়াল ভার্শন ডাউনলোড করা যাবে।
No comments:
Post a Comment