গুগল তাদের সার্চ ইঞ্জিনে পরিবর্তন এনেছে। এর ফলে তাদের ভাষায় লো-কোয়ালিটি সাইটগুলি সার্চ রেজাল্ট থেকে বাদ পড়বে। সার্চ র্যাংকিংএ ভাল সাইটকে প্রাধান্য দেয়ার জন্য এটা করা হয়েছে বলে জানানো হয়েছে।
বৃহষ্পতিবার এই পদ্ধতির কথা জানানো হয়েছে। এই পদ্ধতি আমেরিকায় শতকরা ১২ ভাগ সাইটের ক্ষেত্রে কাজ করছে। ক্রমাম্বয়ে সারা বিশ্বেই এই পদ্ধতি কাজ করবে। তারা প্রতিবছর শতশত পরিবর্তন আনে যা অন্যরা লক্ষ করেন না, এই পরিবতর্ন সেতুলনায় অনেক বড় ধরনের। গুগলের বক্তব্য, ভাল সাইটগুলির সঠিক মর্যাদা পাওয়া উচিত।
কোন কোন সাইট অবশ্যই এতে সংকটে পরবে। যেমন ডিমান্ড মিডিয়া। তাদের ৪১ ভাগ ভিজিটর আসে সার্চ রেজাল্ট থেকে। তাদের রয়েছে ১৩ হাজার ফ্রিল্যান্স রাইটার। কিভাবে জুতার ফিতে বাধতে হয় থেকে শুরু করে কিভাবে আলু রাধতে হয় সব সবধরনের লেখাই থাকে তাদের সাইটে। গতবছর তাদের আয় ছিল ২৫ কোটি ডলার। গুগলের নতুন ব্যবস্থার প্রতিক্রিয়ায় তাদের বক্তব্য, এতে ব্যবহারকারীরা সুফল পাবেন। একারনে তারা সাধুবাদ জানান।
No comments:
Post a Comment