তিউনিসিয়ার পর মিসর, দুদেশে আন্দোলনে সরকারের পতনের পর তা ছড়িয়ে পরেছে আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। বিশেষ করে আলজিরিয়া এবং লিবিয়ায় আন্দোলন ক্রমেই জোরালো হচ্ছে। সহিংসতা বাড়ছে। এরই প্রেক্ষিতে লিবিয়ার প্রধান আইএসপি ইন্টারনেট বন্ধ করতে শুরু করেছে। তাদের আগে মিসরেও একাজ করা হয়েছিল।
মিসরের মত একইভাবে লিবিয়ার বেনগাড়ি শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ প্রদর্শন করে। এপর্যন্ত অন্তত ৪৬ জন প্রান হারিয়েছে। ইন্টারনেট বিঘ্নিত হওয়ায় সেখানকার সঠিক চিত্র পাওয়াও কঠিন হয়ে পরেছে। একটি সংবাদ সংস্থা জানিয়েছে রাজধানী ত্রিপোলি থেকে ফেসবুক ব্যবহার করা যাচ্ছে না। টুইটার এবং অন্যান্য সাইটেও সমস্যা হচ্ছে। মুলক পুরো ইন্টারনেট ব্যবস্থাই ব্যবহারের অনুপযোগি অবস্থায় রয়েছে।
লিবিয়া মিসরের তুলনায় অনেক ছোট দেশ। ইন্টারনেট বন্ধ করার কাজ তুলনামুলক সহজ। মনে হচ্ছে তারা ভালভাবেই সেকাজ করেছে।
No comments:
Post a Comment