মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন বিশ্বে প্রতিযোগিতার জন্য আমেরিকায় আরো উন্নত গণিত এবং বিজ্ঞান শিক্ষার প্রয়োজন। এজন্য বেসরকারী প্রতিস্ঠানকে আরো জোরালো পদক্ষেপ রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
গত সপ্তাহে ইন্টেল পরিদর্শনের সময় তিনি তার সাপ্তাহিক রেডিও এবং ইন্টারনেট ভাষন রেকর্ড করেন। সেখানে তিনি ইন্টেলের প্রশংসা করে আগামী ১০ বছরে গণিত এবং বিজ্ঞান শিক্ষায় তাদের ৩০ কোটি ডলার ব্যয়ের পরিকল্পনার কথা উল্লেখ করেন। একে উদাহরন হিসেবে উল্লেখ করে তিনি বলেন কিভাবে আমেরিকা একইসাথে নিজের লাভ এবং দেশ গড়ার কাজ করছে।
শিক্ষা, গবেষনা, দ্রুতগতির ইন্টারনেট ইত্যাদি বিষয়ে বড় ধরনের অর্থ বরাদ্দ করার পাশাপাশি অন্যান্য কিছু গুরুত্বপুর্ন খাতে খরচ কমানোর পরিকল্পনা রয়েছে বারাক ওবামার। এরই প্রচার হিসেবে এসব করা হচ্ছে বলে ধারনা।
No comments:
Post a Comment