ফুজিফিল্ম তাদের উচুমানের কম্প্যাক্ট ক্যামেরা এক্স১০০ এর বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। এসএলআর এর মত এপিএস-সি সিমস সেন্সরের এই ক্যামেরায় ১২.৩ মেগাপিক্সেল ২৩মিমি ফোকাল লেন্থের এফ২ ফুজিনন লেন্স থাকবে। এতে বিশ্বে প্রথমবারের মত ব্যবহার করা হচ্ছে হাইব্রিড ভিউফাইন্ডার। মার্চে ক্যামেরাটি বাজারে পাওয়া যাবে।
এর বিশেষ বৈশিষ্ট হচ্ছে এর ভিউফাইন্ডার। এসএলআর এর মত প্রিজম ব্যবহার করা হয়েছে এলসিডি-র জন্য। একে ইলেকট্রনিক ভিউফাইন্ডার হিসেবেও ব্যবহার করা যাবে। সেইসাথে বিশেষভাবে তৈরী এপিএস-সি সিমোস সেন্সর এসএলআর মানের ছাবি পেতে সাহায্য করবে। বিশাল আকারের এফ/২ এপারচার অল্প আলোতেও ছবি উঠাতে সক্ষম। ইমেজ প্রসেসর হিসেবে রয়েছে তাদের ইএক্সআর প্রযুক্তি।
ক্যামেরাটি আকারে আগের দিনের ক্যামেরার মত। ম্যাগনেশিয়াম এলয় দিয়ে তৈরী। র-মোডে ছবি উঠানোর জন্য র-বাটনে একবার চাপ দেয়াই যথেষ্ট।
এতে ১২৮০-৭২০ রেজ্যুলুশন ভিডিও রেকর্ড করা যাবে। অবশ্য টানা ১০ মিনিটের বেশি ভিডিও করা যাবে না। সম্ভবত বড় আকারের সেন্সরের কারনে।
উচুমানের এই ক্যামেরার দামও উচুমানের। ১৩০০ ডলার।
No comments:
Post a Comment